October 15, 2024, 1:26 pm

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

একাকিত্বের গল্প বলেলন ঊর্মিলা

একাকিত্বের গল্প বলেলন ঊর্মিলা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

urmila srabonti kar- ঊর্মিলা শ্রাবন্তী কর-rtvonline

ঊর্মিলার শ্রাবন্তী করের বিয়ে হয়েছে দু’বছর হলো। তবে সে নিঃসন্তান। একা একটা বাসায় তার সময় কাটে না। এদিকে তার স্বামী কর্পোরেট অফিসের ব্যস্ত অফিসার। নানান কাজে ব্যস্ত। তাই সে ঊর্মিলাকে তেমন সময় দিতে পারে না। বেশ কিছুদিন হলো ঊর্মিলার স্বামীর বন্ধু অপূর্ব বিদেশ থেকে দেশে আসে। এসেই দেখা করতে আসে ঊর্মিলাদের বাসায়।

সেখানে তার সঙ্গে পরিচয় ঘটে ঊর্মিলার। তারপরেই ঘটনা অন্য দিকে মোড় নেয়। না বস্তবে নয়, ‘ভালোবাসার তিন রঙ’ শিরোনামের একটি নাটকে এভাবে ঊর্মিলাকে দেখা যাবে। আহমেদ ফারুকের রচনায় নাটকটি নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ। এটিতে আরো অভিনয় করেছেন এস এন জনি, অর্ণব অন্তু ও আশরাফুল আলম সোহাগ। নাটকটি প্রসঙ্গে ঊর্মিলা বলেন, একটা মেয়ে বিয়ের পর একা একটা বাসায় ভীষণ একাকিত্বে ভুগে। সে রকম একটি চরিত্রে এই নাটকে অভিনয় করেছি। একটা বেবি হলে এ নিঃসঙ্গতা কেটে যায়। একটা ফ্যামিলিতে একজন বেবি না থাকলে কী ধরনের সমস্যা হয় তা তুলে ধরা হয়েছে নাটকটিতে। দর্শক এ জায়গা থেকে কিছু মেসেজ পাবে। ভালোবাসা দিবসে নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা। এদিকে খ- নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী। তার অভিনীত সাখাওয়াত মানিকের ‘মেঘে ঢাকা শহর’ ও  জুয়েল মাহমুদের ‘দি পাবলিক’সহ কয়েকটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর