April 25, 2025, 9:13 pm

সংবাদ শিরোনাম
বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা যশোরে আওয়ামী লীগের হঠাৎ ঝটিকা মিছিল বেনাপোল স্হল বন্দর দিয়ে গাড়ী আমদানি কমেছে যশোরে সন্ত্রাসী হৃদয় আটক দেখার কেউ নেই, ভুয়া সদস্যের ছড়াছড়ি-রংপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে

নতুন সিদ্ধান্তে ফারিয়া

নতুন সিদ্ধান্তে ফারিয়া

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

এতদিন মূলত বিজ্ঞাপন আর এক ঘণ্টার নাটকের প্রতিই নজর ছিল ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ধারবাহিক নাটকে নিয়মিত কাজ করার সিদ্ধান্ত্ম নিচ্ছেন।

গত বছর (২০১৬) মাত্র একটি ধারাবাহিকে অভিনয় করলেও চলতি বছরে এ পর্যন্ত্ম দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন শবনম। চ্যানেল আইতে প্রচার চলতি নাটকের নাম ‘হিং টিং ছট’ আর এটিএন বাংলা চলছে ‘সোনার শেকল’। তবে বছরের শেষ প্রাপ্তে এসে আরও দুটি নতুন ধারাবাহিকে যুক্ত হওয়ার খবর জানালেন ফারিয়া।

বর্তমানে শবনম ফারিয়া শুটিংয়ের কাজে অবস্থান করছেন ব্যাংকে। সেখান থেকে ঢাকায় ফিরছেন ১৯ নভেম্বর। এসে তিনি পরপর নতুন আরও দুটি ধারাবাহিকের কাজ শুরম্ন করবেন বলে জানান। এরমধ্যে আবু হায়াত মাহমুদের নির্দেশনায় আগামি ২৮ নভেম্বর থেকে শুরম্ন করবেন ‘বনলতা’ ধারাবাহিকের কাজ। এরপর সুমন আনোয়ারের নির্দেশনায় শুরম্ন করবেন ‘ইডিয়ট’-এর শুটিং।

বছরের শেষ প্রান্ত্মে এসে শবনম ফারিয়ার ধারাবাহিকের সংখ্যা দাঁড়াচ্ছে চারটি। একসঙ্গে বেশি হয়ে গেল না? কারণ বরাবরই আপনি ধারাবাহিক থেকে নিজেকে দূরে রেখেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু দিনের মধ্যে এমন সব ভালো স্ক্রিপ্ট হাতে এলো যে, পুরনো সিদ্ধান্ত্ম বদল করে কাজগুলো করতেই হচ্ছে। ভালো ভালো নাটকের গল্পে, ভালো ভালো চরিত্রে কাজ করার জন্য সিদ্ধান্ত্ম পরিবর্তন করে নতুন ধারাবাহিকগুলোতে কাজ শুরম্ন করতে যাচ্ছি। আশা করছি কাজগুলো অনেক ভালো হবে।’

এদিকে শবনম ফারিয়া প্রথমবারের মতো একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। জয়া আহসান প্রযোজিত-অভিনীত এই চলচ্চিত্রের নাম ‘দেবী’। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে শবনম ফারিয়া ‘নীলু’ চরিত্রে অভিনয় করেছেন। এরইমধ্যে চলচ্চিত্রটির শুটিং শেষ করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর