December 27, 2024, 8:02 am

সংবাদ শিরোনাম
মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৬জনের জেল জরিমানা প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে

প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

খন্দকার সোহেল রানা সৈকত

দিনাজপুর সদর প্রবাসী তানভীর রায়হান (৪৫) অভিযোগ করেছেন, তার প্রতিবেশী বিএনপি নেতা একেএম মাসুদুল ইসলাম দীর্ঘদিন যাবত তাকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে ।

প্রবাসী তানভীর জানান, আমার বিদেশে থাকার সুযোগ নিয়ে প্রতিবেশি বিএনপি নেতা মাসুদুল ইসলাম গত কয়েক বছর যাবত স্থানীয় আওয়ামীলীগ নেতা ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলের মাধ্যমে আমাকে বাড়িভিটা ছাড়া করার পায়তারা করে আসছে। নানান হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও নারী ঘটিত ঝামেলায় জড়ানোর প্রচেষ্টাসহ অনেক ভাবে আমাকে হেনস্থা করার অপচেষ্টা চালিয়েছে।

দুইবছর আগে দেশে গিয়ে আমার জমিতে পশুপালনের জন্য একটি ফার্ম স্থাপনের চেষ্টা করলে উক্ত মাসুদুল ইসলামের নির্দেশে আওয়ামীলীগ নেতা ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলের কিশোর গ্যাং আমার বাড়ি ও ফার্মে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। যার ভিডিও ফুটেজ আমার কাছে সংরক্ষিত আছে।

পুলিশের সালিস প্রতিবেদন ও প্রবাসী তানভীর রায়হানের ভাষ্য মতে, গত ২১ মে মাসে আমি দেশে আসলে তারা আবার  চড়াও হয় এবং নানা কুটকৌশল ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। অগত্যা আমি ৩০ জুন যাদের মাধ্যমে কুটকৌশল ও ভয়ভীতি প্রদর্শনের স্বীকার হই, তাদের নাম উল্লেখ করে থানায় নিরাপত্তা চেয়ে একটি অভিযোগ দায়ের করি।

উক্ত অভিযোগ আমলে নিয়ে এএসআই  শাহ আলমকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলে তিনি সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে পান এবং মীমাংসার জন্য ০৬ জুলাই সন্ধ্যায় উভয়পক্ষকে ডেকে কোতয়ালী থানার সার্ভিস ডেলিভারী কক্ষে মাসুদুল ইসলামের উপস্থিতিতে সালিশে বসেন। সালিশ চলাকালীন বিবাদীরা হৈ-হুল্লোড় করে এবং থানায় উপস্থিত সকলের উপস্থিতিতে আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে সালিশস্থল ত্যাগ করে। এই মর্মে সালিশের পুলিশ রিপোর্টে তা সংরক্ষণে রয়েছে।

প্রবাসী তানভীর রায়হান আরও জানান, সবশেষ আগষ্টের পটপরিবর্তনের পর সারাদেশের ন্যায় দিনাজপুরেও আওয়ামী নেতাদের বিরুদ্ধে মামলা হতে থাকে। যার ধারাবাহিকতায় আওয়ামী লীগের সাবেক হুইপ ইকবালুর রহীমের বিরুদ্ধেও মামলা হয়। তেমনি একটি রাজনৈতিক মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি নেতা মাসুদুল ইসলামের নির্দেশে অনেক আসামীর সাথে আমার নামও জুড়ে দেওয়া হয়। যদিও আমি কোনদিনই কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না। এমনকি ইকবালুর রহীমের সাথেও আমার কোনরূপ সম্পৃক্ততা ছিলনা।

তানভীর রায়হান জানান, আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল মাসুদুল ইসলামের ঘনিষ্টজন। গত সরকারের আমলে সে এই মাইকেলের ছত্রছায়ায় থেকে কাজ করেছে এবং বর্তমানে সে বিএনপির নেতা সেজে আওয়ামী লীগের নেতাদের শেল্টার দিচ্ছে এবং লুটতরাজের মতো নানান অরাজকতা করছে।

এখানে উল্লেখ্য যে, আওয়ামী লীগের ছোটখাটো নেতাদের নাম মামলায় থাকলেও মাসুদুল ইসলামের সুবাধে আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলের নাম আসামীর তালিকা থেকে বাদ রাখা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর