January 19, 2025, 9:46 pm

সংবাদ শিরোনাম
পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। নন্দীগ্রামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত টেকনাফে পাহাড়ের খাদ থেকে হাতির মরদেহ উদ্ধার শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক চক্ষু শিবির ও ১২ লাখ টাকার চেক হস্তান্তর তার স্ত্রী জানে না সে সধবা নাকি বিধবা-ইকবাল হাসান মাহমুদ টুকু ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত  কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ম ও মহাজাতকের ভয়াবহ প্রতারণা । পর্ব ০১ মহা দূনীর্তিবাজ ও বিগত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন,অতিরিক্ত সচিব, মোঃ তোফাজ্জেল হোসেনের সাতকাহন দেশের রাজনীতিতে আ.লীগের কবর রচনা হয়েছে- নুরুল হক নুর

ব্যাংককে ববি

ব্যাংককে ববি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা ববি। বর্তমানে ভারতের হায়দারাবাদে ‘বেপরোয়া’ ছবির কাজ করছেন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ও রাজা চন্দের পরিচালনায় বর্তমানে এ ছবির দ্বিতীয় ধাপের কাজ চলছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন রোশান। ছবিটির কাজ ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ববি। তিনি মুঠোফোনে বলেন, এ ছবির দৃশ্যধারণের কাজ প্রায় শেষের দিকে রয়েছে।

এরপর শুরু হবে আমার ও রোশানের গানের শুটিং। এ ছবির গানগুলো ব্যাংককে চিত্রায়ণ করবেন পরিচালক। আমরা আর কয়েকদিন পরই এ ছবির গানের শুটিংয়ে ব্যাংককে রওনা করব। আশা করি, এ ছবিটি দর্শক পছন্দ করবেন। এদিকে ববি আর কয়েকদিন পরই ‘নোলক’ নামে একটি নতুন ছবির কাজ শুরু করবেন। এ ছবিতে তার নায়ক থাকবেন শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন রাশেদ রাহা। খুব শিগগিরই এ ছবির কাজ হবে বলে জানিয়েছেন ববি। এ ছাড়া এই ঢালিউড অভিনেত্রীর প্রযোজনায় ও তার অভিনীত ‘বিজলি’ ছবিরও মুক্তির জন্য এখন প্রস্তুত রয়েছে। ছবিটি খুব শিগগিরই সেন্সরে জমা হবে। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। আর ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এ ছাড়া ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি ছবিরও কাজ শেষ হয়েছে। নতুন এ কাজটি নিয়েও বেশ আশাবাদী ববি। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। উল্লেখ্য, শোবিজে দীর্ঘদিন ধরে কাজ করছেন ববি। ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’ ছবি মাধ্যমে সিনে পর্দায় পথচলা শুরু তার। এরপর ‘রাজত্ব’, ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘অ্যাকশন জেসমিন’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘আই ডোন্ট কেয়ার’, ‘ওয়ান ওয়ে’সহ বেশকিছু ছবিতে কাজ করে দর্শকপ্রিয়তা পান ববি। বেশকিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর