September 19, 2024, 9:41 am

ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোন

ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোন

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

নতুন স্মার্টফোন ৫টি উন্মোচন করেছে চীনা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। অপেক্ষাকৃত সস্তা মূল্যে স্মার্টফোনে উচ্চমানের কনফিগারেশন ব্যবহার করায় সাম্প্রতিক বছরগুলোতে বেশ সাড়া জাগিয়েছে প্রতিষ্ঠানটি। দামের বিবেচনায় প্রতিষ্ঠানের স্মার্টফোনগুলোকে ‘বাজেট কিলার’ বলে থাকেন অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ।

এবারও সে রীতি ধরে রাখতে ৫টি উন্মোচন করেছে ওয়ানপ্লাস। প্রতিষ্ঠানের বর্তমান ওয়ানপ্লাস ৫-এর আপডেটেড সংস্কণ এই স্মার্টফোনটি, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

৬.০১ ইঞ্চির এজ-টু-এজ অ্যামোলেড পর্দা রাখা হয়েছে ওয়ানপ্লাস ৫টি-তে, যেখানে ওয়ানপ্লাস ৫-এর পর্দা ছিল ৫.৫ ইঞ্চি। নতুন ডিভাইসে সামনের হোম বাটন ও ফিঙ্গারপ্রিন্ট রিডার বাদ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সামনে ফিঙ্গারপ্রিন্ট আইডি বাদ দেওয়া হলেও আইফোন ঢ-এর মতো পুরোপুরি বাদ দেওয়া হয়নি টাচ আইডি। এবার ডিভাইসের পেছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রেখেছে ওয়ানপ্লাস।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ডিভাইসটিতে প্রথমবারের মতো ফেসিয়াল রিকগনিশন ফিচার এনেছে ওয়ানপ্লাস। স্যামসাং গ্যালাক্সি ডিভাইসের ফেসিয়াল রিকগনিশন ফিচারের সঙ্গে অনেকটাই মিল রয়েছে এটির।

আগের মতোই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর এবং ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রাখা হয়েছে ডিভাইসটিতে। আর এতে যোগ করা হয়েছে আট জিবি র‌্যাম।

২১ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে আসবে ওয়ানপ্লাস ৫টি। ডিভাইসটির ৬৪ জিবি সংস্করণের মূল্য পড়বে ৪৯৯ মার্কিন ডলার।

Share Button

     এ জাতীয় আরো খবর