October 15, 2024, 3:24 am

সংবাদ শিরোনাম
সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ

চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন আঁখি

চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন আঁখি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত আপন গতিতেই গান করে চলেছেন। ধারাবাহিকভাবে বেশ কিছু শ্রোতাপ্রিয় গানও উপহার দিয়েছেন এ গায়িকা। তবে দীর্ঘ সময় কাজ করার পরও বিন্দুমাত্র ক্লান্ত নন তিনি। এখনো নতুন উদ্যমে কাজ করে চলেছেন। বর্তমানে দেশ বিদেশের স্টেজ শো ও নতুন গান নিয়ে সরব রয়েছেন আঁখি। সব মিলিয়ে কেমন আছেন? আঁখি বলেন, বেশ ভালো আছি। এ সময়ে শো এবং বিভিন্ন অনুষ্ঠান বেশি থাকে। সেসব অনুষ্ঠানে অংশ নিচ্ছি। বেশ ভালো লাগছে। তার ওপর একাদশ জাতীয় সংসদ নির্বাচন গেল। এ দিনটিও বেশ উপভোগ করেছি। আমি ভোট দিয়েছি। এটা আমার নাগরিক অধিকার। তাই শত কাজ থাকা সত্ত্ব্বেও মিস করতে চাইনি। পছন্দের প্রার্থীকেই ভোট দিয়েছি। বর্তমান ব্যস্ততা কি নিয়ে? আঁখি বলেন, এখনতো শো নিয়েই ব্যস্ততা বেশি। যদিও সারা বছর আমার ব্যস্ততা থাকে দেশে-বিদেশের শো নিয়ে। এখনো সেটাই চলছে। শীতের মৌসুম তাই শো বেশি আয়োজন হচ্ছে। সামনেও এই নিয়েই ব্যস্ত থাকতে হবে। আপনার করা বেশ কিছু গান গেল বছর প্রশংসিত হয়েছে। নতুন বছরের পরিকল্পনা কি? আঁখি উত্তরে বলেন, সব কিছুর জন্য শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা। গত বছর বেশ কিছু গান প্রকাশ হয়েছে আমার। বিশেষ করে আসিফ আকবরের সঙ্গে ‘টিপ টিপ বৃষ্টি’ এবং ‘ওরে পাখি’ গান দুটি থেকে শ্রোতাদের সাড়া বেশি পেয়েছি। দুটি গানেরই কম্পোজিশন ভিন্ন ধরনের ছিল। নতুন আরো কিছু গানে কণ্ঠ দিয়েছি। এগুলো নতুন বছরে প্রকাশ হবে। সামনে কিছু গানে কণ্ঠ দেয়ার কথা রয়েছে। নতুন বছরে আসলে ভালো মানের কিছু গান করতে চাই। এমন গান করতে চাই যেগুলো মানুষকে আনন্দ দেবে। পাশাপাশি দীর্ঘদিন টিকে থাকবে। প্লেব্যাকের কি খবর? আঁখি বলেন, সিনেমার গানে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি সব সময়। এরইমধ্যে নতুন কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছি। এ গানগুলোও নতুন বছরে প্রকাশ হবে। সিনেমার গানে একটা চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি। সামনেও শ্রোতা-দর্শক আমার গাওয়া বেশ কিছু সিনেমার গান শুনতে পারবেন। এখন মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? আঁখি উত্তরে বলেন, এখনতো মোটামুটি ভালো। অনেক কোম্পানি নতুন গান প্রকাশে এগিয়ে আসছে। আবার নিজের গান নিজেও প্রকাশ করা যাচ্ছে। অ্যালবামের সেই যুগ নেই এটা ঠিক। তবে সময়ের সঙ্গেইতো চলতে হবে। তাই সিঙ্গেল প্রকাশটাকে মেনে নিতে হবে। ডিজিটালি গান প্রকাশে অভ্যস্ত হলে ইন্ডাস্ট্রি আরো ভালোর দিকে যাবে। তরুণ প্রজন্ম কেমন করছে বলে মনে হয়? আঁখি বলেন, তরুণ প্রজন্ম অনেক ভালো করছে। আমি তরুণদের সব সময় উৎসাহ দিতে পছন্দ করি। এ প্রজন্মের অনেকের গানই আমার ভালো লাগে। আমি গর্ববোধ করি যখন আমার পরবর্তী প্রজন্মের কোনো শিল্পী খুব ভালো করে। তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। মৌলিক গানের ওপর জোর দিতে হবে আরো বেশি। কাভার করা যায়, তবে মৌলিক গানও করতে হবে নিয়মিত। কারণ, নিজের গান না থাকলে টিকে থাকা যায় না। তাই মৌলিক গান করতে হবে বেশি বেশি। ভালো কথা ও সুরের দিকে জোর দিতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর