ডিটেকটিভ বিনোদন ডেস্ক
তিনি ভারতীয় চলচিত্র জগতের আইকন। তাঁকে ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি অসম্পূর্ণ। তাঁর পাঁচ শতকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের নানা কাহিনি ভারতীয় সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। যিনি বিশ্বমঞ্চে ভারতীয় ছবির নাম উজ্জ্বল করেছেন। হ্যাঁ, কথা হচ্ছে কিংদবন্তি অমিতাভ বচ্চনের। এবার গোয়া আন্তর্জাতিক চলচিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেতে চলেছেন বিগ বি।
সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে অনুগামীদের মন জয় করেছিলেন শহরের জামাই। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাংলায় বক্তব্য রেখে আসর জমিয়ে তুলেছিলেন। এবার পালা গোয়ার। আগামি ২০ নভেম্বর গোয়ায় শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচিত্র উৎসব (আইএফএফআই)। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। ১৯৫২ সালে শুরু হওয়া এই চলচিত্র উৎসব এশিয়ার অন্যতম বড় ফিল্ম ফেস্টিভ্যালের তালিকাতেই জায়গা করে নিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, সেই মঞ্চেই ‘পার্সোনালিটি অফ দ্য ইয়ার’-এর সম্মানে ভূষিত করা হবে পাঁচটি জাতীয় পুরস্কারের মালিক অমিতাভকে। অভিনয় ছাড়াও স্বচ্ছভারত অভিযানের মতো একাধিক সমাজসেবা মূলক কাজের সঙ্গেও যুক্ত তিনি। সেই কারণে সবমিলিয়েই এই সম্মান দেওয়া হবে তাঁকে। আপাতত নিজের পরবর্তী ছবি ‘ঠাগস অফ হিন্দুস্তান’-এর শুটিংয়ে ব্যস্ত বিগ বি। এ ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে সুপারস্টার আমির খান, কাটরিনা কাইফ ও ফতিমা সানাকেও।