October 15, 2024, 1:18 am

সংবাদ শিরোনাম
সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ

বছর শেষে অর্পণা ঘোষ

বছর শেষে অর্পণা ঘোষ

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

ছোটপদার্র দশর্কপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। মঞ্চ নাটক দিয়ে তার অভিনয় ডিটেকটিভ বিনোদন ডেস্ক            জীবন শুরু হলেও এখন ব্যস্ততা টেলিভিশন নাটক নিয়ে। সিরিয়াস ও কমেডি সব নাটকেই অভিনয় করেন। কখনো সরলা, কখনো চঞ্চলা আবার কখনো তাকে দেখা গেছে প্রতিবাদী নারী চরিত্রে। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে নিজের ভালো অবস্থান তৈরি করে নিয়েছেন বাংলা নাটকে। তিনি বলেন, মন্দ কাজের চেয়ে বসে থাকা ভালো। আমি কখনো তা চাই না। আমার কাছে সংখ্যার চেয়ে মানের গুরুত্ব বেশি। তাই হয়তো অনেক নাটকে অভিনয় করা হয় না।

বেছে বেছে কাজ করলেও নাটকে তার ব্যস্ততা কম নয়। সারা বছরই তিনি টিভি নাটকে সরব। ধারাবাহিকের পাশাপাশি কাজ করেন খণ্ড নাটকেও। গেল বিজয় দিবসেও তাকে দেখা গেছে একাধিক নাটকে। মাছরাঙায় প্রচারিত ‘নাগরিক অপরাজিতা’ নাটকে তার অভিনয় ছিল প্রশংসনীয়। এতে তিনি দীপা নামের প্রতিবাদী নারী চরিত্রে অভিনয় করেছেন। অফিসে যৌন হয়রানির গল্প নিয়ে লিখেছেন আনিসুল হক। নাটকটি পরিচালনা করেছেন মনজুরুল আলম। অপণার্ বলেন, ‘দীপা পরিস্থিতির কাছে হার না মানা একটি চরিত্র, যে মেয়েটি প্রতিবাদ করে। এই শহরের স্বাধীনচেতা মেয়ে। কখনোই নারী হিসেবে নিজেকে পিছিয়ে রাখে না।’

শুধু নাটকেই নন, চলচ্চিত্রে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন অপণার্। সবের্শষ ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটি আন্তজাির্তক অঙ্গনেও প্রশংসিত হয়েছে।

বতর্মানে একই পরিচালকের নতুন ছবি ‘গণ্ডি’তে অভিনয় করছেন অপণার্। সম্প্রতি এর প্রথম লটের শুটিং হয়েছে লন্ডনে। ১০দিনের শুটিং শেষ করে গত ২১ ডিসেম্বর দেশে ফিরেছেন এই অভিনেত্রী। এ ছবিতেও তাকে ভিন্নরূপে উপস্থাপন করছেন পরিচালক ফাখরুল আরেফিন খান। তিনি বললেন, ‘৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন মানুষের গল্প। এই বয়সে দুজনের বন্ধুত্ব হলে কেমন হয়? চারপাশ, এমনকি পরিবার কীভাবে নেয়, তাই নিয়ে আমার রোমান্টিক-কমেডি ছবির গল্প।’

‘গণ্ডি’ ছবিতে তার চরিত্রের নাম মিলি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোটপদার্র আরেক দশর্কপ্রিয় অভিনেতা মাজনুন মিজান। নতুন ছবিতে অভিনয় নিয়ে অপণার্ বললেন, ‘চরিত্রটা একটু আলাদা। গল্পটা আমাকে টেনেছে বেশি।’

‘গণ্ডি’ ছবিটি চিত্রনাট্য লিখেছেন রেজা আরিফ। এতে আরও অভিনয় করার কথা রয়েছে কলকাতার অভিনেতা সব্যসাচী বা গায়ক অঞ্জন দত্তের। অভিনয় করবেন বাংলাদেশের গুণী অভিনেত্রী সূবণা মোস্তফা। আগামি বছরের মাচের্ হবে বাকি শুটিং। ছবিটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ২০২০ সালের ফেব্রুয়ারি অবধি।

Share Button

     এ জাতীয় আরো খবর