September 19, 2024, 10:13 am

ওয়ার্ল্ড ট্যুর পেছালেন শাকিরা

ওয়ার্ল্ড ট্যুর পেছালেন শাকিরা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

বেশ বিপাকে পড়েছেন বিশ্বনন্দিত পপ তারকা শাকিরা। অতিরিক্ত সংগীত চর্চার ফলে বেশ কিছুদিন ধরে গলায় তার একাধিকবার রক্তক্ষরণ হয়েছে। এই সময়ে গান গাইতে পারছেন না তিনি। চিকিৎসকের পরামর্শে শাকিরা এখন পুরোপুরি বিশ্রামে আছেন। গানতো দূরের কথা, উচ্চৈঃস্বরে কথা বলতেও চিকিৎসকরা বারণ করেছেন তাকে। কমপক্ষে এক মাস তাকে বিশ্রামে থাকতে হবে।

এদিকে কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শাকিরা জানান, নিজের ক্যারিয়ার নিয়ে কিনি দারুণ ব্যস্ত রয়েছেন।  খুব তাড়াতাড়িই ওয়ার্ল্ড ট্যুরে বের হবেন। কিন্তু সব হিসেব পাল্টে গেলো। গলায় একাধিকবার রক্তক্ষরণে পুরোপুরি বিশ্রামে থাকতে হচ্ছে তাকে। যারা কনসার্টের টিকিট কিনেছিলেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করে শাকিরা তার ফ্যান পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন। তিনি বলেছেন, আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লাম। যার কারণে ওয়ার্ল্ড ট্যুরটা পিছিয়ে দিতে হলো। তবে যারা টিকেট কিনেছেন তাদের সবার প্রতি ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে আমার। আমার জন্য সবাই দোয়া করবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর