September 14, 2024, 4:42 am

সংবাদ শিরোনাম
যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-৫, মৃত্যু-২ বোরহানউদ্দিন কুঞ্জেরহাট বাজারে, অনুমতি বিহীন ওষুধের গুদাম সিলগালা সাধক কবি কাজী হেয়াত মামুদ এর কবর জিয়ারত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল শহীদদের স্মরণে ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ কর্মসূচী চিলমারীতে দূর্নীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি পল্লী বিদ্যুৎ এর লুকোচুরি খেলায়, সাধারণ মানুষ নাজেহাল হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী মোঃ রুবেল’কে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব নাটোরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার পার্বতীপুরে বিদ্যুতের লুকোচুরি খেলায় অতিষ্ঠ জনজীবন আর্থিক সাহায্যের আবেদন বিরল রােগ থাইমাস গ্লান্ডে আক্রান্ত রিয়াদ বাঁচতে চায়

‘প্রজাপতি প্রেম’ মেহেদীর

‘প্রজাপতি প্রেম’ মেহেদীর

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

 

কনা রেজার গল্পে মেহেদী বিন আশরাফ পরিচালিত ১০৪ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘প্রজাপতির প্রেম’-এর প্রচার শুরু হয়েছে সম্প্রতি। নিজের প্রতিটি কাজে ভিন্ন এক ছাপ রাখতে চান মেহেদী। সেই চিন্তা থেকে নতুন এই ধারাবাহিকটিও নির্মাণ করেছেন নতুন ছন্দে।

নাটকটিতে দেশের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার কয়েকজন অভিনয়শিল্পীও। এমনকি নাটকটির শুটিংও হয়েছে পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায়। নির্মাতা এ নাটক প্রসঙ্গে বলেন, ‘নাটকটির ভালো না মন্দ, তা দর্শকরা বলতে পারবেন। নির্মাতা হিসেবে শুধু বলব, দর্শকেরা অন্যরকম একটি গল্পের নাটক দেখবেন।’

২০১৫ সালে মেহেদীর প্রথম কাজ ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মাতাল হাওয়া’ প্রচারিত হয় চ্যানেলই আইতে। এরপরের বছর একই চ্যানেলে প্রচারিত হয় তার ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘শূন্য জীবনে’।

মেহেদী চলতি সময়ে ব্যস্ত আছেন তার পরবর্তী ধারাবাহিক নাটক নিয়ে। এখনো নাটকটির নাম ঠিক না হলেও জানা গেছে একটি এজেন্সির মাধ্যমে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। বর্তমান সময়ে নাটকের বাজার অনেকটা বিজ্ঞাপন এজেন্সি-কেন্দ্রিক। নাটকের বাজারে নতুন এই ধারা তৈরি হয়েছে। এটির সুবিধা নিয়ে যেমন কথা হচ্ছে, তেমনি অসুবিধার কথাও বলছেন অনেক নির্মাতা থেকে নাটক সংশ্লিষ্টরা।

সেই জায়গা থেকে মেহেদী এ প্রসঙ্গে বলেন, ‘চ্যানেলের মতো এজেন্সির দরজাও সবার জন্য খোলা। এখন যে যার অভিজ্ঞতা থেকে সুবিধা বা অসুবিধার কথা বলছেন। আমি যদি আমার চাওয়াটা এজেন্সিকে বোঝাতে পারি তবে তারা অবশ্যই সুবিধাজনক। এটি আমার অভিজ্ঞতা থেকে বললাম।’

প্রতিবছর নিয়মিত ধারাবাহিক নাটক করলেও সেভাবে একক নাটক নিয়ে ব্যস্ততা থাকেন না মেহেদী। তবে বিশেষ দিনগুলো উপলক্ষে মাঝে মাঝে প্রচারিত হয় তার নাটক। এবার নাটকের পাশাপাশি চলচ্চিত্র নিয়েও পরিকল্পনা করছেন তিনি। জানালেন প্রথম চলচ্চিত্র নিয়ে প্রাথমিক পর্যায় কাজ এগোচ্ছেন। মেহেদী বলেন, ‘কাজটি এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে। বিস্তারিত বলার মতো কোনো কাজ করিনি। নিজে আরও পরিণত হয়ে বড় এই জগতটায় প্রবেশ করতে চাই।’

Share Button

     এ জাতীয় আরো খবর