June 23, 2025, 11:55 pm

সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে সেনাবাহিনী-অস্ত্রধারীদের গোলাগুলি, ৪ জন আটক যশোরে মাদক মামলায় বেনাপোলের দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঢাকার কামরাঙ্গীচর যেন অনিয়মের দূর্গ সিরাজগঞ্জে কাব স্কাউটদের কাব কার্ণিভাল অনুষ্ঠিত বেনাপোল কাষ্টমস হাউজে ফের কলমবিরতি চলছে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশীর ঝুঁকিপূর্ণ পুরনো ৬টি গাছের নিচে মৃত্যু ঝুঁকিতে সাংবাদিক পরিবারের বসবাস, আতঙ্কে ব্যবসায়ীরা! ইউএনও’র তদন্ত ‘দায়সারা’ ভারতীয় পন্যসহ ৩ জনকে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক “তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান” আনিছুর রহমান গৌরনদীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে পারাপার এলাকাবাসী ও বিদ্যালয়মুখী মানুষের চরম দুর্ভোগ বামনায় নবগঠিত গভনিং বডির অভিষেক অনুষ্ঠান

জাহ্নবীর গুঞ্জন সাক্সেনা ঝলক প্রকাশ!

জাহ্নবীর গুঞ্জন সাক্সেনা ঝলক প্রকাশ!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চলতি বছরের জুলাইয়ে ‘ধড়ক’ দিয়ে বলিউডে পা রাখেন প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের বড় কন্যা জাহ্নবী কাপুর। প্রথম চলচ্চিত্রেই অভিনয়দক্ষতা দিয়ে মন জয় করেন জাহ্নবী, যদিও সিনেমাটি দর্শক ও সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পায়। শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ মুক্তির পর দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে আসছেন জাহ্নবী। আর এবারও তাঁর অভিভাবক প্রযোজক-নির্মাতা করণ জোহর। করণ জোহরের ‘তাখত’ ছবিতে অভিনয় করছেন জাহ্নবী। ইতিহাস-আশ্রিত ‘তাখত’ চলচ্চিত্রে জাহ্নবীকে দেখা যাবে ভারতের প্রথম নারী যোদ্ধা গুঞ্জন সাক্সেনার চরিত্রে। ২১ বছর বয়সী এ তরুণী এ ছবির শুটিংও শুরু করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে প্রথম ঝলক শেয়ার করেছে জাহ্নবীর একটি ফ্যান ক্লাব পেজ। ছবিতে দেখা যাচ্ছে, যোদ্ধা বিমানচালকের পোশাক পরিহিত জাহ্নবী কাপুর। এ পোশাকে তাঁকে অপূর্ব লাগছে। নিজের চরিত্রে নিখুঁত অভিনয়ের জন্য এরইমধ্যে বিমান চালনাসহ যাবতীয় বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন জাহ্নবী। কীভাবে ভারতের বিমান সেনারা কাজ করে, সে সম্পর্কেও জানতে হচ্ছে তাঁকে। ‘তাখত’ সিনেমায় গুঞ্জন সাক্সেনার ভূমিকায় অভিনয় করবেন জাহ্নবী, যিনি ভারতের বিমানবাহিনীর প্রথম নারীযোদ্ধা। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ চলাকালে সহযোদ্ধা শ্রীবিদ্যা রাজনের সঙ্গে গুঞ্জন সাক্সেনাও গুরুতরভাবে জখম হন। ভারতের প্রথম নারী হিসেবে সেনাসদস্য গুঞ্জন অর্জন করেন ‘শৌর্য বীর’ পুরস্কার। শোনা যাচ্ছে, গুঞ্জন সাক্সেনার জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘তাখত’-এ জাহ্নবী কাপুরের সঙ্গে জুটি বাঁধবেন মালয়ালাম তারকা দুলকার সালমান। যা হোক, এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ ছবির প্রযোজক করণ জোহর। সূত্র : বলিউড বাবল।

Share Button

     এ জাতীয় আরো খবর