April 30, 2025, 5:49 am

সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত যশোরে ডাক্তার পরিচয়ে বিয়ের প্রলোভনে ইঞ্জিনিয়ারকে ধর্ষণ মৌলভীবাজারে ডাকাতির ঘটনায় ৫ডাকাতসহ গ্রেফতার-৭: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১ এর উদ্যোগে ১৩৯ তম পহেলা মে দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত যশোরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মৌলভীবাজারে কুশিয়ারা নদী ভাঙ্গনের ১৫টি ঘর বিলীন: যুক্তরাজ্য প্রবাসী কামালের প্রতারনার শিকার বাগবাড়ী এলাকার বাসিন্দা হাছনা বেগম যশোরের শার্শা উপজেলায় ইরিধান কাটা শুরু হয়েছে। ব্যস্ততা সময় পার করচ্ছে কৃষকরা মৌলভীবাজারে ডাকিাতি মামলায় তিন আসামী গ্রেফতার

সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল দশায় জনগণ নাকাল

সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল দশায় জনগণ নাকাল
সোহেল রানা,সুন্দরগঞ্জ প্রতিনিধি

দেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে,গাইবান্ধা জেলার প্রতি টি উপজেলায় এই উন্নয়নের ছোয়া লাগলেও এখন পর্যন্ত উন্নয়নের তলানিতে রয়েছে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন। বিগত বছর গুলোতে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও এই উপজেলার শ্রীপুর ইউনিয়ন তেমন কোন সার্বিক উন্নয়ন হয়নি বিশেষ করে এই উপজেলার অর্ধেকের বেশি রাস্তা কাঁচা যা যান চলাচলের অনুপযোগী। অত্যান্ত যুকি নিয়ে প্রতিদিন জীবন যাত্রার যুদ্ধে চলতে হয় সকলকে। প্রায় এই সব কাঁচা আঁধা পাকা রাস্তায় ঘটে দূর্ঘটনা। এমন কি প্রান হারায় অসখ্য লোকজন । শ্রীপুর ইউনিয়নবাসী তাদের জেলায় বা উপজেলায় যাতায়াতের জন্য তেমন কোন উল্লেখ যোগ্য রাস্তা নেই। স্বাধীনতার ৪৭ বছর  পরেও এই অঞ্চলের লাগেনি উন্নয়নের ছোয়া মাত্র।  বিভিন্ন সময়ে কাঁচা রাস্তা গুলো সংস্কার করা হলেও ব্রক্ষপুত্রও তিস্তার বণ্যার কারনে বেহাল দশায় গাড়িতো দুরের কথা মানুষ চলাচলের অনুপযোগী। তাই এলাকা বাসীর দীর্ঘদিনের আশা বাদী রাস্তাগুলো পাঁকাকরন ও সংযোগ সেতু স্থাপনসহ কাচা,অধ্য পাঁকার রাস্তা নির্মান ও পুর্নর্নিমান করে এলাকা বাসীর এই দীর্ঘ জনদুর্ভোগ দূর করনে কর্তৃপক্ষ যথাপযোগী পদক্ষেপ নিবে। সেই স্বপ্ন দেখে এই অবহেলীত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নবাসী।

Share Button

     এ জাতীয় আরো খবর