June 24, 2025, 1:33 am

সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে সেনাবাহিনী-অস্ত্রধারীদের গোলাগুলি, ৪ জন আটক যশোরে মাদক মামলায় বেনাপোলের দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঢাকার কামরাঙ্গীচর যেন অনিয়মের দূর্গ সিরাজগঞ্জে কাব স্কাউটদের কাব কার্ণিভাল অনুষ্ঠিত বেনাপোল কাষ্টমস হাউজে ফের কলমবিরতি চলছে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশীর ঝুঁকিপূর্ণ পুরনো ৬টি গাছের নিচে মৃত্যু ঝুঁকিতে সাংবাদিক পরিবারের বসবাস, আতঙ্কে ব্যবসায়ীরা! ইউএনও’র তদন্ত ‘দায়সারা’ ভারতীয় পন্যসহ ৩ জনকে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক “তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান” আনিছুর রহমান গৌরনদীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে পারাপার এলাকাবাসী ও বিদ্যালয়মুখী মানুষের চরম দুর্ভোগ বামনায় নবগঠিত গভনিং বডির অভিষেক অনুষ্ঠান

সমাজসেবী ক্যাটরিনা

সমাজসেবী ক্যাটরিনা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

অভিনয় আর সৌন্দর্য দিয়ে পরিচিত বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে তিনি যে সামাজিক কাজেও যুক্ত থাকেন, তার খবর পাওয়া গেল। নিজের মায়ের প্রতিষ্ঠিত একটি স্কুলে আর্থিক সাহায্য দিয়ে সমাজসেবায় অংশগ্রহণ করেন এই অভিনেত্রী। স্কুলটি তৈরি হয়েছে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের পড়ালেখার জন্য।

গত বছর টাইগার জিন্দা হ্যায় সিনেমায় অভিনয়ের পর এ বছর বড় ক্যানভাসের ছবি ছিল থাগস অব হিন্দোস্থান। সেখানে নিজেকে দারুণ আবেদনময়ীরূপে উপস্থাপন করেছিলেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ। সিনেমাটিতে ছিলেন বলিউডের দুই মহাতারকা অমিতাভ বচ্চন ও আমির খানও। যদিও সিনেমাটি শেষ পর্যন্ত বক্স অফিসে আলোর মুখ দেখেনি। সম্প্রতি মুক্তি পেল শাহরুখ খানের সঙ্গে জিরো ছবিটি। যদিও প্রথম দিনের আয়ের রেকর্ডে পেছনে ফেলতে পারেনি সঞ্জু ও থাগস অব হিন্দোস্থানকে। এ নিয়ে অবশ্য ভাবছেন না ক্যাট। তিনি এই মুহূর্তে ব্যস্ত সেবামূলক কাজ নিয়ে। তাঁর অভিনয় ও মঞ্চ পারফরম্যান্সের আয় দিয়ে অর্থ সাহায্য করলেন তাঁর মায়ের হাতে গড়া স্কুলে। নাম মাউন্টেনভিউ স্কুল। তামিলনাড়ুর এই স্কুল অবহেলিত ও পিছিয়ে পড়া ছেলেমেয়েদের লেখা পড়ার ব্যবস্থা করে। মায়ের বেসরকারি এই উদ্যোগের সঙ্গে যুক্ত হলেন ক্যাট। অভিনয়ের পাশাপাশি সমাজসেবা নিয়ে পরিকল্পনা কী তাঁর? তিনি বলেন, ‘আমি এই সমাজসেবা নিয়ে চিন্তা করছি। কিন্তু এখন মনোযোগ কেবলই স্কুলটি নিয়ে। আমার মা যেভাবে ভাবছেন, সেভাবে আমিও ভাবছি।’ ক্যাট জানান, স্কুলটিতে আরও ক্লাসরুম যুক্ত করার কাজ চলছে। তিনি আরও বলেন, ‘আমার মা আমাকে স্কুলটির জন্য অর্থ জোগাড় করতে যোগাযোগ করেন। আমি স্কুলটি নিয়ে মানুষের সঙ্গে কথা বলছি। তাদের মধ্যে বিষয়টি নিয়ে সচেতনতা তৈরি করছি।’

অভিনয়ের পাশাপাশি সমাজসেবা ক্যাটরিনা-ভক্তদের জন্য সুখবর বটে। তবে জিরো ছবি দিয়ে কতটুকু সুখবর বয়ে আনবেন বক্স অফিসে, তা দেখার অপেক্ষা থাকল। সূত্র: মিড-ডে।

Share Button

     এ জাতীয় আরো খবর