April 27, 2025, 8:29 pm

সংবাদ শিরোনাম
ভারতে কারাভোগের শেষে বেনাপোল স্হল পথে দেশে ফিরলো ৭ বাংলাদেশি যুবক নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশীর পা বিচ্ছিন্ন চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই গুরুতরভাবে আহত ছিনতাইকারী আটক বেনাপোলে ছিনতাই চেষ্টার অভিযোগে ৬ নারী আটক বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা

ফের আইটেম গানে নায়লা নাঈম

ফের আইটেম গানে নায়লা নাঈম

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

আগামী ৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘চল পালাই’। এই ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় আইটেম গান নিয়ে ফিরছেন আলোচিত মডেল নায়লা নাঈম। ছবিটি পরিচালনা করেছন দেবাশীষ বিশ্বাস। এর আগে তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ ছবিতে তিনি আইটেম গানে অংশ নেন। ২০১৫ সালের ১৬ অক্টোবর ছবিটি মুক্তি পায়। এরপর ‘রাত্রি যাত্রী’ ছবির একটি আইটেম গানেও কাজ করেন নায়লা, তবে ছবিটি এখনো মুক্তি পায়নি।

দেবাশীষ বিশ্বাস  বলেন, ‘আমরা গত সপ্তাহের গতকাল বুধবার আইটেম গানের শুটিং শেষ করেছি। এরইমধ্যে এডিটিং শেষ করে সেন্সর বোর্ডের অনুমতিও নেওয়া হয়ে গেছে। এখন শুধু ছবির মুক্তির জন্য দিন গুনছি, আর প্রচারণায় সময় দিচ্ছি।’

‘দে নারে নিভিয়ে রাতের বাতি, আয়নারে দুজনে আজকে মাতি’ শিরোনামের গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। মুনমুনের কণ্ঠে সংগীত আয়োজন করেছেন আলী আকরাম শুভ।

পরিচালক দেবাশীষ বলেন, ‘আমরা যখন সুদীপের লেখা কথাগুলোকে গানে রূপ দিচ্ছিলাম, তখন আলী আকরাম শুভসহ আমরা সবাই মিলিয়ে দেখলাম এই গানের সঙ্গে নায়লা নাঈম হতে পারে সঠিক সিলেকশন। তাঁর সঙ্গে যোগাযোগ করি এবং তিনিও গানটি পছন্দ করেন। আমরা গানটি নিয়ে আশাবাদী, ছবিটি আমি যে গতিতে শেষ করেছি, তাতে নায়লা নাঈমের এই গানটি আরো ভালো লাগবে বলে আশা করি।’

আইটেম গানে নায়লা নাঈমের সঙ্গে দেখা যাবে ছবির নায়ক শাহরিয়াজকে। তিনি বলেন, ‘এই প্রথমবারের মতো নায়লা নাঈমের সঙ্গে কাজ করলাম। উনি মানুষ হিসেবে অনেক ভালো, আমরা রাতভর শুটিং করেছি। কাজের বিষয়ে অনেক সিরিয়াস। আশা করি, আমাদের এই আইটেম গানটি দর্শক পছন্দ করবে।’

ছবিতে অভিনয় করেছেন শাহরিয়াজ, তমা মির্জা, শিপন, শিমুল খান, আহমেদ শরীফ, সাদেক বাচ্চু, জাদু আজাদসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে লাইভ এন্টারটেইনমেন্ট।

Share Button

     এ জাতীয় আরো খবর