December 26, 2024, 11:53 pm

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা

ফের আইটেম গানে নায়লা নাঈম

ফের আইটেম গানে নায়লা নাঈম

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

আগামী ৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘চল পালাই’। এই ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় আইটেম গান নিয়ে ফিরছেন আলোচিত মডেল নায়লা নাঈম। ছবিটি পরিচালনা করেছন দেবাশীষ বিশ্বাস। এর আগে তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ ছবিতে তিনি আইটেম গানে অংশ নেন। ২০১৫ সালের ১৬ অক্টোবর ছবিটি মুক্তি পায়। এরপর ‘রাত্রি যাত্রী’ ছবির একটি আইটেম গানেও কাজ করেন নায়লা, তবে ছবিটি এখনো মুক্তি পায়নি।

দেবাশীষ বিশ্বাস  বলেন, ‘আমরা গত সপ্তাহের গতকাল বুধবার আইটেম গানের শুটিং শেষ করেছি। এরইমধ্যে এডিটিং শেষ করে সেন্সর বোর্ডের অনুমতিও নেওয়া হয়ে গেছে। এখন শুধু ছবির মুক্তির জন্য দিন গুনছি, আর প্রচারণায় সময় দিচ্ছি।’

‘দে নারে নিভিয়ে রাতের বাতি, আয়নারে দুজনে আজকে মাতি’ শিরোনামের গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। মুনমুনের কণ্ঠে সংগীত আয়োজন করেছেন আলী আকরাম শুভ।

পরিচালক দেবাশীষ বলেন, ‘আমরা যখন সুদীপের লেখা কথাগুলোকে গানে রূপ দিচ্ছিলাম, তখন আলী আকরাম শুভসহ আমরা সবাই মিলিয়ে দেখলাম এই গানের সঙ্গে নায়লা নাঈম হতে পারে সঠিক সিলেকশন। তাঁর সঙ্গে যোগাযোগ করি এবং তিনিও গানটি পছন্দ করেন। আমরা গানটি নিয়ে আশাবাদী, ছবিটি আমি যে গতিতে শেষ করেছি, তাতে নায়লা নাঈমের এই গানটি আরো ভালো লাগবে বলে আশা করি।’

আইটেম গানে নায়লা নাঈমের সঙ্গে দেখা যাবে ছবির নায়ক শাহরিয়াজকে। তিনি বলেন, ‘এই প্রথমবারের মতো নায়লা নাঈমের সঙ্গে কাজ করলাম। উনি মানুষ হিসেবে অনেক ভালো, আমরা রাতভর শুটিং করেছি। কাজের বিষয়ে অনেক সিরিয়াস। আশা করি, আমাদের এই আইটেম গানটি দর্শক পছন্দ করবে।’

ছবিতে অভিনয় করেছেন শাহরিয়াজ, তমা মির্জা, শিপন, শিমুল খান, আহমেদ শরীফ, সাদেক বাচ্চু, জাদু আজাদসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে লাইভ এন্টারটেইনমেন্ট।

Share Button

     এ জাতীয় আরো খবর