ড. কামালের কোন নীতি-আদর্শ নেই: তোফায়েল
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যে দল ২২ জন যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিয়েছে তারা কিভাবে যুদ্ধাপরাধীদের বিচার করবে। গ্রেনেড হামলা করে যারা প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিলো সেই ফাঁসির আসামি বাবরের স্ত্রীকেও মনোনয়ন দিয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোলায় দুপুরে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে মতনিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ঐক্যজোটের মধ্যে জামায়াতের লোক যারা ধানের শীষে নির্বাচন করছে, তাদের সঙ্গেই হাত মিলিয়েছেন ড. কামাল হোসেন। তার কোনো নীতি আদর্শ নেই। জনগণ আজ ঐক্যবদ্ধ, জনগণই তাদের বিচার করবে। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।