January 16, 2025, 1:47 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

বিএনপির ইশতেহার জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে: আ.লীগ

বিএনপির ইশতেহার জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে: আ.লীগ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপি যে ইশতেহার দিয়েছে তাতে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলা নেই উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিজয়ের মাসে তারা যে ইশতেহার দিয়েছে তা জাতি আশা করেনি। জনগণ তাদের এ ইশতেহার ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন নানক। গতকাল বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কথা না বলে বিএনপি তাদের পক্ষ অবলম্বন করেছে। এটা স্বাধীনতার চেতানার ওপর চরম আঘাত। তারা এ ইশতেহার দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন ও বৈধতা দিয়েছে। তাদের এ ইশতেহার রাজাকার-যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদের পৃষ্ঠপোশকতা দেওয়ার ইশহোর। নানক বলেন, ইশতেহারে তারা সন্ত্রাস-দুর্নীতি, অর্থপাচারে বন্ধের কথা বলেছ। এটা জাতির সঙ্গে প্রতারণা মাত্র। কারণ তারা ক্ষমতায় যখন ছিল তখন তারেক-কোকো অর্থপাচার করেছে। সেই অর্থ ফিরিয়ে আনা হয়েছে। তারেক রহমান একজন দুর্নীতিবাজ। তাকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য রাতারাতি গঠনতন্ত্র সংশোধন করেছে তারা। তাদের মুখে এটা হাস্যকর। এক প্রশ্নে জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, আসলে বিভিন্ন সময় বিএনপি আইএসআই এর সঙ্গে গোপন বৈঠক করেছে। এ বৈঠকের পর আমরা বুঝতে পেরেছি তারাই নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র করছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে চাকরিতে প্রবেশের বয়সসীমা তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাকে ‘তরুণদের সঙ্গে প্রহসন’ বলেন নানক। তিনি বলেন, দেশবাসী জানে বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। হত্যা-সন্ত্রাস, সংখ্যালঘু নির্যাতন, দুর্নীতি, দুর্বৃত্তায়নের অভয়ারণ্যে পরিণত হবে। শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি উঠবে, মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সংস্কৃতি প্রতিষ্ঠায় বাংলাদেশ সমৃদ্ধ, সুন্দর ও শান্তিপূর্ণ রাষ্ট্র নির্মাণের স্বপ্ন সুদূরপরাহত হবে। তাই আগামি নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। আমরা বিএনপিকে আহ্বান জানাব আপনারা গণতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে আসুন, উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি গ্রহণ করুন। নানক বলেন, তরুণদের যৌক্তিক দাবি বিবেচনা করে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির কথা বলেছে। কিন্তু বিএনপি তাদের ইশতেহারে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরোপুরি তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বিভ্রান্তিকর ও মেধাবী তরুণদের সাথে প্রহসন মাত্র। সস্তা জনপ্রিয়তায় বিএনপির প্রতিশ্রুতি দেশের তরুণদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই না। বয়সসীমা নিয়ে এই ধরনের প্রতিশ্রুতি পৃথিবীর কোথাও নেই। এতে করে দেশে বেকারকত্বের সংকট আরো বৃদ্ধি পাবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, গতকাল (গত মঙ্গলবার) বাংলাদেশ আওয়ামী লীগের ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে ঘোষিত নির্বাচনী ইশতেহারে দেশের মানুষের মধ্যে যেমন ব্যাপক ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে, অন্যদিকে বিএনপি ঘোষিত নির্বাচনী ইশতেহারে দেশবাসীকে চরম হতাশ ও বিভ্রান্ত করেছে। কোনো গণতান্ত্রিক রাজনীতি দলের কাছ থেকে এ ধরনের ইশতেহার দেশের মানুষ আশা করেনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুর সবুর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাহরুফা আখতার পপি এ সময় উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর