October 14, 2024, 7:19 pm

সংবাদ শিরোনাম
বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা

‘নায়ক প্রীতম’-এর জন্য নায়িকা খুঁজছে জাজ

‘নায়ক প্রীতম’-এর জন্য নায়িকা খুঁজছে জাজ

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

নতুন ছবির জন্য নায়িকা খুঁজছে জাজ মাল্টিমিডিয়া। গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকা চেয়ে পোস্ট করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ। তবে বিশেষ যোগ্যতা হিসেবে নায়িকাকে অবশ্যই কিছুটা মোটা হতে হবে। সেই সঙ্গে জানতে হবে অভিনয়। ফেসবুক পোস্ট দেখে আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ছবির জন্য যে গল্পটি লেখা হচ্ছে সেখানে প্রধান চরিত্রটি কিছুটা মোটা। ফলে প্রথাগত যে নায়িকাদের দেখে আমাদের চোখ অভ্যস্ত, এই ছবির নায়িকাটি সেরকম হবেন না। তাই তাকে আমরা খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছি।’ গল্পটি তিনি নিজেই লিখছেন বলে জানান আবদুল আজিজ। ‘এই মোটা নায়িকার নায়ক হিসেবে কাকে ভাবা হচ্ছে?’ প্রতিবেদকের এই প্রশ্নে আবদুল আজিজ বলেছেন, ‘আমরা সঙ্গীত পরিচালক প্রীতম হাসানকে ভাবছি। এখনো তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়নি। চিত্রনাট্য লেখার পর সে পড়ে তার সিদ্ধান্ত জানাবে। তারপর নতুন বছরের এপ্রিল মাসে আমরা দৃশ্যধারণে যাবো। তার আগে ছবিটির পরিচালকসহ অন্যান্য শিল্পীদের নামও চূড়ান্ত করা হবে।’ প্রয়াত জনপ্রিয় গায়ক খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। গায়ক ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত হলেও বেশ কিছু দৃশ্যগল্পে অভিনয়ও করতে দেখা গেছে তাকে। এবছরেই নুহাশ হুমায়ূনের পরিচালনায় ‘৭০০’ টাকা শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। সেই জায়গা থেকেই প্রীতমকে সুযোগ দিতে চাচ্ছে জাজ। প্রীতম অবশ্য এখনো সিনেমাটি নিয়ে তেমন কিছু ভাবছেন না। এই গায়ক বলেন, ‘আজিজ ভাই আমার গুরুজন। উনি আমাকে অভিনয়ের কথা বলেছেন। এটা অনেক সম্মানের। আমি চিত্রনাট্য পড়ে আমার সিদ্ধান্ত জানাবো। এখন আপাতত গান নিয়েই ভাবতে চাই। কারণ আসছে বছরে শ্রোতাদের বেশ কিছু ভালো গান উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে আমার।’

উল্লেখ্য, এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘দহন’-এর গল্পটিও পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আবদুল আজিজ। নভেম্বরের ৩০ তারিখ মুক্তি পাওয়া এই ছবিটি সারাদেশেই দারুণ ব্যবসা করছে।

Share Button

     এ জাতীয় আরো খবর