সরকারি চাকরিজীবীদের পাশে থাকার আহ্বান এইচ টি ইমামের
ডিটেকটিভ নিউজ ডেস্ক
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। সোমবার সচিবালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় এই আহ্বান জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এই কো-চেয়ারম্যান। ইমাম বলেন, বঙ্গবন্ধু যে সংগ্রাম শুরু করেছিলেন এরই ধারাবাহিকতায় তার কন্যা বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে এসেছেন এবং উন্নয়নের ধারার সূচনা করেছেন সেটি বজায় রাখার জন্য আপনারা অতীতে কাজ করেছেন, সামনেও কাজ করবেন এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে। ঐক্য পরিষদের সভাপতি মুহাম্মদ বদরুল হায়দারের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের সচিব এস এম গোলাম ফারুক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক উপস্থিত সভায় ছিলেন।