January 13, 2025, 11:41 pm

সংবাদ শিরোনাম

রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি, মাথাপিছু আয় ১৬১০ ডলার

রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি, মাথাপিছু আয় ১৬১০ ডলার

ডিটেকটিভ নিউজ ডেস্ক           

 

রেকর্ড পরিমাণে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। ফলে মাথাপিছু আয়ের পাশাপাশি মানুষের ক্রয়ক্ষমতাও বেড়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বেড়ে জিডিপি অর্জিত হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। আর দেশবাসীর মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ মার্কিন ডলার। প্রতি ডলার ৮০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। এর ফলে জিডিপির আকার বেড়ে দাঁড়িয়েছে ২৫০ বিলিয়ন মার্কিন ডলার। দেশ স্বাধীনের পর জিডিপির আকার ১০০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াতে যেখানে সময় লেগেছিল ৩৪ বছর, সেখানে এ অর্জন রেকর্ড পরিমাণ। ২০১৬-১৭ অর্থবছরের চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) মঙ্গলবারের সভায় বিবিএসের এ প্রতিবেদন তুলে ধরা হয়। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, গত অর্থবছরে (২০১৬-১৭) মাথাপিছু আয় ৮ ডলার বেড়েছে। আগের অর্থবছরে (২০১৬-১৭) মাথাপিছু আয় ছিলো ১ হাজার ৬০২ ডলার বা প্রায় ১ লাখ ২৮ হাজার ১৬০ টাকা। ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু আয় ছিলো ১ হাজার ৩১৬ ডলার হয়েছে। অন্যদিকে ২০১৬-১৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিলো ৭ দশমিক ১০ শতাংশ, যার দশমিক ১৮ শতাংশ বেশি অর্জিত হয়েছে। পরিকল্পনামন্ত্রী জানান, মূলত জিডিপির প্রবৃদ্ধি বাড়ার কারণেই মানুষের গড় মাথাপিছু আয়ও বেড়েছে। গুরুত্বপূর্ণ তিনটি খাতের মধ্যে কৃষিখাতে ২ দশমিক ৯৭ শতাংশ, শিল্পখাতে ১০ দশমিক ২২ শতাংশ ও সেবাখাতে ৬ দশমিক ৬৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আ হ ম মুস্তফা কামাল বলেন, এটি আমাদের নতুন ইতিহাস। ২০১৯ সালে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশের ওপরে যাবে। আশা করছি, ২০৩০ সালের মধ্যে এ হার ৯ থেকে ১০ শতাংশের মধ্যে থাকবে। তাহলেই আমরা আমাদের ২০৪১ সালের প্রকৃত লক্ষ্য অর্জন করতে পারবো। বর্তমানে সারা বিশ্বে কম সময়ে মাত্র তিনটি দেশ জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপরে অর্জন করলো। অন্য দেশ দুটি হচ্ছে কম্বোডিয়া ও ইথিওপিয়া।

শেখ হাসিনা সেনানিবাসসহ দশ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন: পায়রা নদীর লেবুখালী তীরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন সেনানিবাস নির্মাণসহ মোট ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল মঙ্গলবার একনেক সভায় ৩ হাজার ৩৩৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সমস্ত ব্যয়ই সরকারি তহবিল (জিওবি) থেকে মেটানো হবে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। অনুমোদিত ‘শেখ হাসিনা সেনানিবাস, বরিশাল স্থাপন প্রকল্পের আওতায় ৯৬৫ একর জমিতে নির্মিত হবে সেনানিবাসটি। ১ হাজার ৬৯৯ কোটি টাকা ব্যয়ে চলতি সময় থেকে ২০২১ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Share Button

     এ জাতীয় আরো খবর