October 7, 2024, 4:49 am

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

সোনার পরিমাণ দেখানোর পন্থা আয়কর বিবরণীতে

সোনার পরিমাণ দেখানোর পন্থা আয়কর বিবরণীতে

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

সোনা সবার কাছেই কম-বেশি থাকে। ৩০ জুন ২০১৮তে একজন করদাতার যে পরিমাণ সোনা থাকবে সেটা তার আয়কর বিবরণীতে উল্লেখ করতে হবে।

আয়কর রিটার্নে আয়-ব্যয় উল্লেখ করার পাশাপাশি সম্পদ ও দায়ের বিবরণীও আলাদাভাবে জমা দিতে হয়। তবে এই বিবরণী সবার জন্য বাধ্যতামূলক না।

সাধারণত যাদের মোট পরিসম্পদের পরিমাণ ২৫ লাখ টাকার উপরে কেবল তাদেরকেই সম্পদ ও দায় বিবরণী দাখিল করতে হয়। কেউ চাইলে স্ব-প্রণোদিত হয়ে জমা দিতে পারেন।

সোনা বিভিন্ন উপায়ে সংগ্রহে থাকতে পারে। যেমন- নিজে কেনা বা প্রিয়জনদের কাছ থেকে উপহার পাওয়া।

যে পন্থাতেই সোনার অধিকারী হোন না কেনো রিটার্ন বা আয়কর বিবরণীতে টাকার পরিমাণ কী উল্লেখ করবেন তা নিয়ে একটা জটিলতা দেখা দেয়।

সোনা ক্রয়

ক্রয়কৃত সোনা দেখানো সহজ। সরাসরি যে পরিমাণ টাকা দিয়ে কিনেছেন তা উল্লেখ করতে হয়।

২০১৭-১৮ অর্থ বছরে যে পরিমাণ সোনা কিনেছেন তার ক্রয়মূল্য এবং গত রিটার্ন দাখিল করার সময় যে মূল্য দেখিয়েছিলেন তা যোগ করে উল্লেখ করতে হয়।

তবে বিক্রি বা কাউকে উপহার দিয়ে থাকলে তা বাদ দিয়ে যেটুকু আপনার কাছে আছে কেবল সেটুকুর মূল্যই লিখতে হয়।

উপহার পাওয়া সোনার মূল্য কত দেখাবেন?

আপনি যেটা কিনেছেন সেটা খুব সহজেই রিটার্নে মূল্যটা লিখে দিয়েছেন। তবে উপহার পাওয়ার ক্ষেত্রে আসল দাম নাও জানতে পারেন। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, যেটুকু উপহার পেয়েছেন তার পরিমাণ উল্লেখ করে টাকার ঘর ফাঁকা রাখা। এবং মন্তব্য লিখে দিতে পারেন, উপহার হিসেবে পাওয়া।

যদি আগের বছরগুলোতেও এমন উপহার পাওয়া সোনা থাকে তাহলে সবটুকুর পরিমাণ উল্লেখ করে টাকার ঘর ফাঁকা রেখে দিলেই হয়।

তবে উপহার পাওয়া সোনার মূল্য উল্লেখ করতে চাইলে আনুমানিক একটা মূল্য ধরে লিখে দেওয়া যেতে পারে। এর ফলে আপনার নীট সম্পদের পরিমাণ বেড়ে যাবে। আর এভাবে বেড়ে যদি ২.২৫ কোটি টাকা অতিক্রম করে তাহলে একটি নির্দিষ্ট হারে সারচার্জ দিতে হবে।

এজন্য উপহার পাওয়া সোনার প্রকৃত মূল্য জানা না থাকলে না লেখাই বুদ্ধিমানের কাজ হবে।

অনেক সময়, সোনার পরিমাণ যা আছে তার চেয়ে বাড়িয়ে দেখানোর কথা বলা হয়। দেখা যায় একজন করদাতার পরিবারে হয়ত ১০ ভরি সোনা আছে। তবে রিটার্নে দেখিয়েছেন ৫০ ভরি; যেটার আসলে অস্তিত্ব নেই।

বেশি সোনা দেখালে কোনো লাভ আছে কি?

লাভের থেকে ঝামেলাই বেশি। কারণ যেটা নেই তা দিলে প্রশ্ন উঠতে পারে।

ধরা যাক, আপনি ৪৫ হাজার টাকা বেতনের চাকরি করেন। স্বামী-স্ত্রী মিলে দুজনের সংসার। এই টাকা পেয়ে সংসার চালিয়ে কীভাবে আপনি পঞ্চাশ ভরি সোনার মালিক হলেন?

এই প্রশ্ন আয়কর কর্মকর্তা আপনাকে করতেই পারে। এর সঠিক উত্তর না দিতে পারলে সমস্যায় পড়তে পারেন।

তবে কেউ কেউ বিয়েতে অনেক সোনা উপহার পেয়ে থাকেন। এ ক্ষেত্রে যে বছর আপনি বিয়ে করে সোনা পেয়েছেন সেই বছরটা উল্লেখ করে দেবেন।

এক্ষেত্রেও মূল্য জানা না থাকলে টাকার ঘর ফাঁকা রাখতে পারেন।

রিটার্নে আপনাকে একটি প্রতিপাদন দিতে হয়। যেখানে লেখা থাকে, রিটার্ন এবং বিবরণী ও সংযুক্ত প্রমাণাদিতে প্রদত্ত তথ্য আমার বিশ্বাস এবং জানা মতে সঠিক এবং সম্পূর্ণ।

এর নিচেই আপনাকে স্বাক্ষর করতে হয়।

সহজ কথা হল, আপনার কাছে যা আছে তা-ই রিটার্নে দাখিল করবেন। এর বেশি বা কম করতে গেলেই আপনি আইনের ঝামেলায় পড়তে পারেন।

Share Button

     এ জাতীয় আরো খবর