বিস্মিত কনা
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। প্লেব্যাক ও অডিও গানে সমান ব্যস্ত সময় কাটছে তার। আর দেশের বিভিন্ন স্থানে শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এদিকে, সম্প্রতি কনার গাওয়া ‘প্রেমের বাক্স’ গানটি প্রকাশ হয়েছে। ‘দহন’ ছবির এ গানটিতে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। গানটি প্রকাশের পর পরই বেশ সাড়া পাচ্ছেন কনা। প্রকাশের বেশি সময় না গেলেও স্টেজে এ গানটির প্রস্তাব আসছে। রীতিমতো বিষয়টি নিয়ে বিস্মিত কনা।
এ সংগীতশিল্পী বলেন, ‘প্রেমের বাক্স’ প্রকাশ হয়েছে বেশি দিন হয়নি। কিন্তু গানটি নিয়ে শ্রোতা-ভক্তদের আগ্রহ দেখে আমি অবাক হচ্ছি। আমি বুঝতে পারিনি অল্প সময় গানটি প্রকাশ হয়েছে, এখনই এর অনুরোধ স্টেজে আসবে! যে শোগুলোতেই ইদানীং যাচ্ছি, ‘ও হ্যা শ্যাম’, ‘দিল দিল দিল’, ‘ধীম তানা’, ‘রেশমী চুড়ি’র গানগুলোর অনুরোধ তো থাকেই, সঙ্গে সঙ্গে ‘প্রেমের বাক্স’ গানটিরও অনেক অনুরোধ আসছে। আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে গানটি আরো ভালোর দিকে যাবে। এদিকে, গত কিছুদিনে নতুন আরো বেশ কয়েকটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন কনা। পাশাপাশি বেশ কয়েকটি অডিও গানেও কণ্ঠ দিয়েছেন। আর শো নিয়ে যারপরনাই ব্যস্ত সময় পার করছেন তিনি। কণা বলেন, এখন শো নিয়েই ব্যস্ততা বেশি যাচ্ছে। যেহেতু এখন স্টেজের মৌসুম। তাই বিভিন্ন স্থানেই শো করছি। এর পাশাপাশি নতুন গান করছি। কয়েকটি নতুন ছবির গানে কণ্ঠ দিলাম কিছুদিনে। এর বাইরে নতুন দুটি অডিও গানেও কণ্ঠ দিয়েছি। শুনেছি গানগুলোর মিউজিক ভিডিও হবে। যে গানগুলো করেছি সেগুলো গতানুগতিক ধারার বাইরের। তাই আমার গাইতেও বেশ ভালো লেগেছে। আমার বিশ্বাস নতুন এ গানগুলো প্রকাশ পেলে শ্রোতাদের ভালো লাগবে। আর সামনেও কিছু নতুন গানে কণ্ঠ দেয়ার কথা রয়েছে।