December 26, 2024, 7:19 pm

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা

বিয়ের পর কোহলির জীবনের রিমোট হাতছাড়া হয়েছে!

বিয়ের পর কোহলির জীবনের রিমোট হাতছাড়া হয়েছে!

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিরাট কোহলি ও আনুশকা শর্মা জুটি তাঁদের সম্পর্কের শুরুটা করেছিলেন একটি বিজ্ঞাপনের হাত ধরে। সেটি ছিল একটি শ্যাম্পুর বিজ্ঞাপন। এরপর তাঁদের দ্বিতীয়বার দেখা যায় একটি পোশাক প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে। সেটি ছিল মান্যবরের।

গত বছর সেই বিজ্ঞাপন দেখেই বিরাট-আনুশকার বিয়ে নিয়ে তোলপাড় হয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমের একাংশ। যতবারই বিরাট-আনুশকা জুটির বিয়ে নিয়ে জল্পনা হয়েছে, ততোবারই শিরোনামে এসেছে মান্যবর। এবার আরও একবার শিরোনামে সেই মান্যবরের বিজ্ঞাপন।

২০১৭ সালে সম্প্রচারিত সেই বিজ্ঞাপনে আমরা দেখেছিলাম, একে অপরের খেয়াল রাখার, সঙ্গে থাকার অঙ্গীকার করছেন বিরাট-অনুশকা। ঘটনাচক্রে সেই বিজ্ঞাপন বাজারে আসার পরপরই সাত পাকে বাঁধা পড়েছিলেন এই জুটি। ২০১৭ সালের ১২ ডিসেম্বর ইতালির তাস্কানিতে বিয়ে করেন তাঁরা।

আগামী মাসেই তাঁদের বিয়ের বর্ষপূর্তি। এরইমধ্যে আরও এক বিজ্ঞাপনে বিরাট-আনুশকা কাস্ট করে হৈ চৈ ফেলে দিল মান্যবর।

বিরাট-আনুশকার বিয়ের বছর খানেকের মাথায় আরও এক বিজ্ঞাপন নিয়ে তোলপাড় হয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো। সেই বিজ্ঞাপনের মূল বিষয়বস্তু, বিয়ের এক বছর পর কেমন চলছে নবদম্পতির সম্পর্ক।

আমি সবসময় তোমার খেয়াল রাখব’, আনুশকাকে দেওয়া এই প্রতিশ্রুতি আদৌ কি রক্ষা করতে পেরেছেন বিরাট? হ্যাঁ, বিরাট তা পেরেছেন। আনুশকা নিজ মুখেই স্বীকার করে নিয়েছেন সেই কথা। তবে এখানেও আছে টুইস্ট।

বিয়ের পর টিভি রিমোট, এসি রিমোট, জীবনের রিমোট, সবই না কি হাতছাড়া হয়ে যায়! এই সংলাপ রয়েছে বিরাটের মুখে। পাল্টা আনুশকার মুখেও শোনা গেল, এখানে ওখানে পোশাক ছড়িয়ে ছিটিয়ে রাখা, সকাল হতে না হতেই জানালার পর্দা সরিয়ে দেওয়া, আরও কত কিছুই না পোহাতে হয় বিয়ের পর।

তবে এতে প্রেমে কিন্তু কোনও ছেদ পড়েনি। যেটা হয়েছে, সম্পর্ক আরও মধুর হয়েছে, যেমনটা ছিল বিয়ের আগেও। অঙ্গীকার থেকেছে অটুট। এই বিজ্ঞাপন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনুশকা লিখেছেন, ‘প্রতিদিন প্রেম উপভোগ করছি’।

Share Button

     এ জাতীয় আরো খবর