December 2, 2024, 3:04 am

সংবাদ শিরোনাম
৩ আগস্ট মৌলভীবাজারে কর্মসূচি ছিল না, এদিনের ঘটনায়ও মামলা! যশোরে বাংলাদেশ ক্যাডেট সেফটি ফাউন্ডেশনের শুভ উদ্ভোদন ফুলছড়া চা বাগান মাঠে গারোদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ওয়ানগালা উৎসব পালিত নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড মৌলভীবাজারে সাধারণ মানুষের মধ্যে মামলা ভীতি : স্বস্তির বদলে আতঙ্ক কালিয়াকৈর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা অফিসে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে সার্বভৌমত্ব-সরকারের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে শক্তিশালী না করলে দেশবাসী নিরাপত্তাহীনতা ভুগবে .লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর নবী সা. এর সীরাত-ই আমাদের জীবনের পাথেয়: শায়খুল হাদীস আতাউর রহমান

চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তানের উদ্যোগে ক্যান্সারে আক্রান্ত অনুকে ১০ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উদ্যোগে পাঁচরা গ্রামের ক্যান্সারে আক্রান্ত আবদুল জলিল অনুর চিকিৎসার জন্য ১০ লাখ টাকার অনুদান চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। সংগঠনের সহ-সভাপতি লোকমান হোসেন আপনের সভাপতিত্বে ও গিয়াস উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক খোরশেদ আলম, প্রবাসী সূর্য সন্তানের অর্থ সম্পাদক আবুল হাশেম মজুমদার হাসান, পাঁচরা জনকল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মুরাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোখলেছুর রহমান, কাজী সাইফুল ইসলাম পাটোয়ারী, প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সহ-সভাপতি কাজী মহিউদ্দিন মুকুল, সহ প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সদস্য হারুন অর রশীদ, যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রবাসী সূর্য সন্তানের উদ্যোগে সহযোগিতা করে চৌদ্দগ্রাম বাসী, পাঁচরা জনকল্যাণ সংস্থা, চেতনা কোচিং সেন্টার, প্রাক্তন চৌদ্দগ্রাম কলেজ ছাত্রবৃন্দ, বাতিসা হাইস্কুল ৯৮ ব্যাচ, এনাম ফাউন্ডেশন ও করপার্টি যুব সমাজের নেতৃবৃন্দ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২২ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর