January 14, 2025, 5:30 am

সংবাদ শিরোনাম

গাইবান্ধা শহরে মাদক ব্যবসায়ী ও সেবীদের নতুন কৌশল

এ. এস. এম হাবিবুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা শহরে মাদক ব্যবসায়ী ও সেবীরা নতুন কৌশল তৈরী করেছে। সরে-জমিনে

প্রতিকি ছবি

তদন্ত করে একাধিক নতুন কৌশলের কথা শুনতে ও দেখতে পাওয়া যায়। ইয়াবা সেবীরা ফোনে অর্ডার দিলেই বাসায় বা নির্দিষ্ট কোন স্থানে পৌছে যায় তাদের নেশার উপকরণ। বাংলা মদ, রেইক্ট্রি ফাই স্প্রিট ও গাঁজার মতো নেশাও এখন এভাবে কেনা বেচা হচ্ছে। অবিশ্বাশ্য হলেও সত্য এসবে বাহন হিসাবে ব্যবহার হচ্ছে ছোট ছোট শিশু, বিধায়, প্রশাসনের ধরা ছোয়ার বাইরে থকছে তারা। পাইকারী হেমিওপ্যাথী ঔষধের দোকানগুলোও হয়ে উঠেছে স্প্রিট জাতীয় মদ্যকদের মদের দোকান। ব্যবসায়ীরা বেছে নিয়েছে অভাবনীয় কৌশল। এক আউন্সের শিশিতে এক আউন্স রেইকিট্র ফাই স্প্রিট দিয়ে বিভিন্ন ঔষধের নাম দিয়ে বিক্রি করছে, ফলে ব্যবসায়ীরা ও মদ্যকরা থাকছে প্রশাসনের আড়ালে এবং সম্পুর্ণ নিরাপদ। গাইবান্ধা জেলার সুইপার কলোনী গুলো বাংলা মদের আখরা বলেই পরিচিত। শহরে কলেজ রোডে শরীফ হোমিও হল, নিউ লাইফ হোমিও হল পৌর পার্কের পার্শ্বে যোগেশ হোমিও হল, মুন হোমিও হল রেইক্ট্রিফাই স্প্রিট এর জন্য বড় দোকান হিসাবে পরিচিত। বাস ষ্ট্যান্ড, রেল ষ্টেশন, হকার্স মার্কেট, নতুন বাজার, পুরাতন বাজার ইয়াবা ট্যাবলেট ও গাঁজার জন্য উত্তম এলাকা বলে সেবীদর কাছে পরিচিত। মাদকের বিরুদ্ধে সরকারের বিভিন্ন নির্দেশ থাকলেও নির্বিঘে চলছে গাইবান্ধা শহরে নতুন কৌশলে মাদকের ব্যবসা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২২ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর