December 11, 2024, 12:51 am

সংবাদ শিরোনাম

প্রকাশিত হলো হালদা’র পোস্টার

 

প্রকাশিত হলো হালদা’র পোস্টার

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেতা-নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত সিনেমা ‘হালদা’। ‘নোনা জল’ শিরোনামের গান এবং ট্রেলারের পর এবার প্রকাশিত হলো ছবির পোস্টার। পোস্টারটিতে তিশা, মোশাররফ করিম এবং জাহিদ হাসানকে দেখানো হয়েছে।

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে। জাহিদ হাসান-তিশার সঙ্গে ছবির অন্যতম মূল চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখ।

ইতোমধ্যে ট্রেলার দেখে অনেকেই ‘হালদা’ দেখার আগ্রহ প্রকাশ করছেন। সঙ্গে সঙ্গে তৌকীর আহমেদের নির্মাণ মুন্সিয়ানার প্রশংসাও করতে ভুলেননি। সম্প্রতি প্রকাশিত হয় সিনেমার প্রথম গান নোনা জল। গানটিতে কণ্ঠ দিয়েছেন পিন্টু ঘোষ ও সানজিদা মাহমুদ নন্দিতা, লিখেছেন পিন্টু ঘোষ এবং নির্মাতা তৌকির।

‘হালদা’ ছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ নিজেই, সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। পহেলা ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘হালদা’।

Share Button

     এ জাতীয় আরো খবর