January 14, 2025, 9:10 am

সংবাদ শিরোনাম

সুন্দরগঞ্জে ১১ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

গাইবান্ধা প্রতিনিধিঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে এমপি লিটন

প্রতিকি ছবি

হত্যা মামলার আসামী মহাজোটের সাবেক এমপি ডাঃ আব্দুল কাদের খাঁন (কর্ণেল অবঃ)সহ ১১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আফরুজা বারী, জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার জিয়াউল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আশরাফুল ইসলাম খন্দকার, গণতন্ত্রী পার্টি নেতা আবুল বাশার শরিয়তুল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র উপজেলা নেতা আব্দুর রাজ্জাক সরকার, জাসদ (ইনু) উপজেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মোহাম্মদ আলী প্রামাণিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার, অবসরপ্রাপ্ত প্রকল্প পরিচালক (এলজিইডি) শহিদুর রহমান প্রামাণিক, মহাজোট সরকারের সাবেক এমপি ও সরকার দলীয় এমপি লিটন হত্যা মামলার প্রধান আসামী ডাঃ আব্দুল কাদের খাঁন (কর্ণেল অবঃ)সহ ১১ জন। মনোনয়ন পত্র সংগ্রহকারীদের মধ্যে ২ জন গাইবান্ধা জেলা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২২ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর