নিজের মেয়েকে বিশ্বসুন্দরী বললেন শাহরুখ
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
নিজের মেয়েকে বিশ্বের সেরা সুন্দরী মন্তব্য করে হাসির পাত্র হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। সম্প্রতি কলকাতা আন্তজাির্তক চলচ্চিত্র উৎসবে বক্তৃতা করার সময় মেয়ে সুহানাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীর খেতাবে ভূষিত করে শাহরুখ বলেন, ‘আমি সততার সঙ্গে বলছি, আমার মেয়ের গায়ের রং শ্যামলা হলেও, সেই বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে। অন্য কেউ আমাকে এই কথাটা বলতে পারে না।’
শাহরুখের এমন বক্তব্য সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে অনেকেই বিষয়টি নিয়ে হাস্যকর মন্তব্য করেছেন।
শাহরুখ কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জিরো’র প্রচারণা ছাড়াও ক্যারিয়ারের বিভিন্ন স্মৃতিময় ঘটনা তুলে ধরেন। তিনি কীভাবে আজকের অবস্থানে এসেছেন, মানুষকে কীভাবে মূল্যায়ন করেন, কেনো মানুষ তাকে ভালোবাসে সবকিছু নিয়েই খোলাখুলি কথা বলেন ‘কিং খান’।
তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামের সঙ্গেই শাহরুখের বন্ধন সুদৃঢ়। এটা সবারই নজরে পড়েছে। শাহরুখ জানিয়েছেন, তিন সন্তান তার জীবন সুন্দর করে তুলেছে। আমি, আমার স্ত্রী ও তিন সন্তান সাধারণ মানুষ। আমি নিম্ন মধ্যবিত্ত মানুষ। আমার মধ্যে কোনো আড়ম্বর নেই। আমার কাছে সততাই সবচেয়ে গুরুত্বপূণর্।’