December 26, 2024, 5:34 pm

সংবাদ শিরোনাম

নতুন মিশনে ডলি সায়ন্তী

নতুন মিশনে ডলি সায়ন্তী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। দেশীয় সংগীতশিল্প তথা অডিও শিল্পের সোনালি সময়ে দাপটের সঙ্গে একের পর এক শ্রোতাপ্রিয় অ্যালবাম উপহার দিয়েছেন তিনি। অডিও, প্লেব্যাক এবং স্টেজ শোতে তিনি ছিলেন অনন্য। অবশ্য অডিও-প্লেব্যাকে ডলিকে এখন খুব একটা পাওয়া যায় না। তবে স্টেজ শোতে তিনি নিয়মিত দেশ-বিদেশে শ্রোতাদের মাতিয়ে যাচ্ছেন। তার গান এ প্রজন্মের শিল্পীরাও স্টেজ শোসহ বিভিন্ন আয়োজনে নিয়মিতই পরিবেশন করেন। বিশেষ করেÑ হে যুবক, শ্যাম তুমি লীলা বোঝো, বুড়ি হইলাম তোর কারণে, বন্ধু মনের তালা-চাবি আছে কই, নিতাই, কালিয়া প্রভৃতি জনপ্রিয় গানগুলো। এবার এসব জনপ্রিয় গানগুলো থেকে বাছাইকৃত ১০টি গান ভিডিও আকারে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ডলি। এরইমধ্যে দুটি গানের কাজ সম্পন্ন করেছেন। গান দুটি হচ্ছেÑ ‘শ্যাম তুমি লীলা বোঝো’ এবং ‘বুড়ি হইলাম তোর কারণে’। নতুন করে গান দুটি সংগীতায়োজন করেছেন যথাক্রমে পাথর্ মজুমদার এবং মীর সাব্বির। সপ্তাহখানেকের মধ্যে গান দুটি শুটিং করতে কক্সবাজার যাচ্ছেন ডলি। জাতীয় নিবার্চনের আগেই ভিডিওর কাজ সম্পন্ন করলেও প্রকাশ করবেন নিবার্চনের পরেই।

ডলি বলেন, এর জন্য আসলে আমার পুরো টিমকে (মিউজিশিয়ান) কৃতিত্ব দেব। তাদের সুপরামশের্ই মূলত এ উদ্যোগ নিয়েছি। বিশেষ করে লিড গিটারিস্টি এমিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, আমার এ উদ্যোগের শুরু থেকে এখনো পযর্ন্ত নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে সে। সম্পন্ন হওয়া দুটি গানে লিড গিটার সে-ই বাজিয়েছে।

তিনি আরও বলেন, নতুন সংগীতায়োজনে গানগুলো প্রকাশের পেছনে আরও কিছু কারণ আছে। যেমনÑ এ প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই আমাদের গান শুনে অভ্যস্ত না। তাদের কাছে যেন গানগুলো পৌঁছাতে পারি, সে জন্য এ উদ্যোগ নিয়েছি। আরেকটি বিষয় হচ্ছে, গানগুলো ব্যবসায়িক চিন্তা থেকে করছি না। বলতে পারেনÑ আমার জনপ্রিয় গানগুলোকে একত্রে সংরক্ষণ করে রাখার একটি প্রয়াস। এজন্য গানগুলো আমার নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করব।

এ কাজগুলো ছাড়াও সামনে ডলির আরও কিছু নতুন চমক থাকছে। সেগুলো জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

Share Button

     এ জাতীয় আরো খবর