March 20, 2025, 8:21 pm

সংবাদ শিরোনাম
মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর নাইক্ষ্যংছড়ি বিজিবির ধারাবাহিক অভিযানে ১৯ লাখ টাকার বার্মিজ গরু ও সুপারি জব্দ,

হ্যাজলউড প্রস্তুত অ্যাশেজে খেলতে

হ্যাজলউড প্রস্তুত অ্যাশেজে খেলতে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ খেলার জন্য প্রস্তুত বলে নিজেই ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার জোশ হ্যাজলউড। গেল সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ম্যাচ শেফিল্ড শিল্ডে ৬ উইকেট নিয়ে নিজেকে ফিট দাবি করছেন তিনি। বলেন, ‘আমি এখন পুরোপুরি ফিট। অ্যাশেজ খেলার জন্য প্রস্তুত।’

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে গত আগস্টে বাংলাদেশ সফরে প্রথম টেস্টের পরই দেশে ফিরে যান হ্যাজলউড। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ছাড়াও ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে ইনজুরি থেকে সুস্থ হয়ে গেল সপ্তাহে মাঠে ফিরেন ডানহাতি পেসার।

অস্ট্রেলিয়ার ঘরোয়া আসরে প্রথম শ্রেণির ম্যাচ নিউ সাউথ ওয়েলসের হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামেন হ্যাজলউড। ওই ম্যাচের প্রথম ইনিংসে ১৩ ওভারে ২৪ রানে ৩ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ২০ ওভারে ৪৯ রানে ৩ উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচটি ১৭১ রানে জিতে যায় নিউ সাউথ ওয়েলস। ম্যাচে নিজের পারফরমেন্সে খুশি হ্যাজলউড। তাই অ্যাশেজ সিরিজের জন্য নিজেকে ফিট ঘোষণা করে বলেন, ‘ম্যাচে আমি দারুণ অনুভব করেছি। প্রথম বল থেকে আমার সবকিছু ভালো হয়েছে। এজন্য আমি বেশ খুশি। অ্যাশেজ খেলার জন্য আমি তৈরি। এজন্য আমাকে আর কোনো ম্যাচ খেলতে হবে না। কোচ, নির্বাচক, ফিজিওর সাথে ফিটনেস নিয়ে কথা বলার জন্য আমি প্রস্তুত।’

আগামী ২৩ নভেম্বর থেকে ব্রিজবেনে শুরু হওয়া অ্যাশেজ সিরিজে সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার ঘোষণা দিলেন হ্যাজলউড, ‘অ্যাশেজে খেলার সুযোগ পেলে দলের জন্য মাঠে আমার সেরাটা দিয়ে দিব। দলের জয়ে ভূমিকা রাখতে পারাটাই প্রধান লক্ষ্য।’

অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৩১টি টেস্টে ১১৮ উইকেট নিয়েছেন ২৬ বছর বয়সী হ্যাজলউড।

Share Button

     এ জাতীয় আরো খবর