July 27, 2024, 9:16 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

শূন্য রানে ১০ উইকেট!

শূন্য রানে ১০ উইকেট!

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে শূন্য রানে ১০ উইকেট শিকার কীর্তি গড়লেন ভারতের রাজস্থানের ভরতপুর জেলার স্থানীয় ১৫ বছরের এক ক্ষুদে ক্রিকেটার বাঁ-হাতি পেসার আকাশ চৌধুরি। ভাওয়ার সিং টি-২০ টুর্নামেন্টে দিশা একাডেমির হয়ে পার্ল একাডেমির বিপক্ষে ৪ ওভারে ৪ মেডেনে শূন্য রান দিয়ে ১০ উইকেট নেন আকাশ।

ওই ম্যাচে টস জিতে দিশা ক্রিকেট একাডেমিকে ব্যাটিং-এ পাঠায় পার্ল একাডেমি। ২০ ওভারে ১৫৬ রান তুলে দিশা একাডেমি। জবাবে আকাশের বোলিং তোপে তছনছ হয়ে যায় পার্ল একাডেমির ইনিংস। আকাশের ১০ উইকেট শিকারে ৩৬ রানেই অলআউট হয়ে যায় পার্ল একাডেমি। নিজের প্রথম তিন ওভারে দু’টি করে উইকেট নেন আকাশ। ফলে তখন তার বোলিং ফিগার দাঁড়ায় ৩-৩-০-৬।

এরপর চতুর্থ ওভারে হ্যাট্টিকসহ নেন আরও ৪ উইকেট। তাই সব মিলিয়ে এ ম্যাচে আকাশের বোলিং ফিগার দাঁড়ায় ৪-৪-০-১০। এমন বোলিং ফিগার দেখতেও যেমন অবিশ্বাস্য লাগছে, ঠিক তেমনি যেই ক্ষুদে বালক করেছেন তার কাছে অবিশ্বাস্য লাগছে, ‘টি-২০ ফরম্যাটে শূন্য রান দিয়ে ১০ উইকেট নেয়া সত্যিই অবিশ্বাস্য। সৃষ্টিকর্তাকে যতই ধন্যবাদ জানাই না কেন, তা কম হয়ে যাবে।’

Share Button

     এ জাতীয় আরো খবর