ডিটেকটিভ নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার দারোগা পাড়ায় শত্রুতা করে পুকুরে বিষ দিয়েছে প্রতিপক্ষরা। এতে প্রায় এক লাখ ৬০ হাজার টাকা মাছ মরে গেছে। গতকাল বুধবার সকালে এ ঘটনায় মাছ চাষী সায়েদুজ্জামান থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, পৈত্তিক সূত্রে উপজেলার ধুন্দার মৌজার ৩.৬৭ একর পুকুর তিন ভাই দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে। এমতাবস্থায় গতকাল বুধবার সকালে প্রতিপক্ষ মজিবর রহমান, সিদ্দিক হোসেনসহ ১৫/২০ জন পুকুরে বিষ দিয়ে মাছগুলো ভাসিয়া তুলে বেড় জাল দিয়ে মাছগুলো তুলে নেয়। এ বিষয়ে মাছ চাষী সায়েদুজ্জামান বাদী হয়ে ৭ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এপ্রসঙ্গে থানা কর্মকর্তা ইনচার্জ আবদুর রাজ্জাক জানান, ঘটনাটি মৌখিক ভাবে জানিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।