December 21, 2024, 10:06 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায় যশোরে জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অনুষ্ঠানের ভিডিও নিয়ে তোলপাড় পটুয়াখালীতে রাখাইনদের ধান লুটের ঘটনা মিথ্যে দাবী করে যুবদল নেতার মানববন্ধন ভারত সীমান্তের ইছামতী নদীর তীর থেকে ৩ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার সেন্টমার্টিন দ্বীপে শতাধিক ইট-পাথরের স্থাপনা : ২০৪৫ সালের মধ্যেই সাগরে তলিয়ে যাবার আশংকা

দুর্নীতির অভিযোগ ১২ হাজার সৌদি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

দুর্নীতির অভিযোগ

১২ হাজার সৌদি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

সৌদি সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে, বিভিন্ন ব্যক্তিগত ও কোম্পানির ১২ হাজারেরও বেশি অ্যাকাউন্ট জব্দ করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। গতকাল বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির ব্যাংকার ও আইনজীবীদের ধারণা এই সংখ্যাটা আরও বাড়তে পারে। ৪ নভেম্বর সৌদি যুবরাজ সালমান বিন আব্দুল্লাহর নেতৃত্বে গঠিত দুর্নীতি দমন কমিশনের অভিযানে দেশটির ১১ জন রাজপুত্র, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রী গ্রেফতার হওয়ার ঘটনায় দেশটিতে আলোড়ন তৈরি হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আরবের শীর্ষ ধনী আল-ওয়ালিদ বিন তালালও ছিলেন। তাকে গ্রেফতারের পরই দেশটির শেয়ার বাজারে ধস নামে। এ ছাড়া হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান প্রিন্স মানসুর। রহস্যজনক মৃত্যু হয় আরেক রাজপুত্র আবদুল আজিজ বিন ফাহাদের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে সৌদি কর্মকর্তা বলেন,  মানি লন্ডারিং, ঘুষ, চাঁদাবাজি এবং ব্যক্তিগত লাভে সরকারি  সুবিধা গ্রহণের মতো অভিযোগ এনে তাদের ব্যাংক একাউন্টগুলো জব্দ করা হয়। নতুন এই কমিটির যে কাউকে গ্রেফতার করার ক্ষমতা রাখে। এ ছাড়া ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করতে পারে যুবরাজের নেতৃত্বাধীন এই কমিটি।

Share Button

     এ জাতীয় আরো খবর