সরকারের পদক্ষেপে ড. কামালের উদ্বেগ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
সরকারের সাম্প্রতিক পদক্ষেপে উদ্বিগ্ন হওয়ার কথা জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। গতকাল মঙ্গরলবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. কামাল হোসেন এ উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দলসমূহকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য আমি এবং অপরাপর সহকর্মীরা জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছি। যা প্রধানমন্ত্রীর চিন্তার অনুকূল। দুর্ভাগ্যবশত সরকারের সাম্প্রতিক পদক্ষেপে আমরা উদ্বিগ্ন। আমরা সুষ্ঠু রাজনীতির পরিবেশ বিনষ্ঠ হবার আশঙ্কা করছি। এ সময় রাজনৈতিক নেতা ও কর্মীদের বিভিন্ন অযুহাতে হয়রানি ও গ্রেফতার অনাকাক্সিক্ষত।