সুনামগঞ্জে সুরমা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
সুনামগঞ্জ সদর উপজেলায় সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (২০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে হালুয়াঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোস জানান, বিকেলে স্থানীয়রা সুরমা নদীর হালুয়াঘাট এলাকায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।