December 28, 2024, 7:08 am

আগুনের ঝুঁকি: গাড়ি ফেরত নিচ্ছে আউডি

আগুনের ঝুঁকি: গাড়ি ফেরত নিচ্ছে আউডি

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

 

আগুন লাগার ঝুঁকি থাকায় ২০১৭-২০১৮ আউডি আর৮ মডেলের ১৯১৬টি গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

ফেরত চাওয়া এই গাড়িগুলোর মধ্যে রয়েছে আর৮ কুপ এবং আর৮ স্পাইডার। গাড়িগুলোর মধ্যে কতোগুলো ইতোমধ্যে বিক্রি হয়েছে আর কতোগুলো শো রুমে রয়েছে তা এখনও স্পষ্ট করে বলা হয়নি।

প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, গাড়ির ট্রান্সমিশন ব্যবস্থায় ত্রুটির কারণেই এমন ঘোষণা দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, “নির্দিষ্ট মাত্রায় উচ্চ গতির কারণে” গিয়ার বক্স থেকে ট্রান্সমিশন ফ্লুইড বের হতে পারে। এখানে চিন্তার বিষয় হলো ফ্লুইড ইঞ্জিনের গরম কোনো যন্ত্রাংশের সংস্পর্শে আসলে এতে আগুন লাগার ঝুঁকি রয়েছে, যা কখনোই কোনো গাড়ির জন্য কাম্য নয়।

ত্রুটি সারাতে ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছে আউডি। গ্রাহক গাড়িটি বিক্রেতা প্রতিষ্ঠানে নিয়ে গেলেই ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ পরিবর্তন করে দেবে নির্মাতা প্রতিষ্ঠানটি।

চলতি মাসের ৩১ তারিখ থেকে গাড়ি ফেরত নেওয়া শুরু করবে আউডি। ভুক্তভোগী গ্রাহকদের এ বিষয়ে জানানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর