মাইক্রোসফট অ্যাপল টিভি থেকে মাইনক্রাফট সরালো
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
মাইনক্রাফট-এর অ্যাপল টিভি সংস্করণে সমর্থন বন্ধের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।
অ্যাপ স্টোর থেকে ইতোমধ্যেই গেইমটির অ্যাপল টিভি সংস্করণ সরিয়ে নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। আর গেইমের মধ্যে বার্তা দিয়ে বলা হচ্ছে গেইমটিতে কোনো আপডেট দেওয়া হবে না– খবর প্রযুক্তি সাইট ভার্জের।
অ্যাপ স্টোর থেকে সরলেও অ্যাপল টিভিতে গেইমটি খেলা চালিয়ে যেতে পারবেন গ্রাহক। শুধু নতুন আপডেট পাওয়া যাবে না এতে।
অ্যাপে কোনো ফিচার কিনতে গ্রাহক মূল্য দিয়ে থাকলে ৯০ দিন পর্যন্ত তা ফেরত দেবে মাইক্রোসফট। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর থেকেই গেইমটির অ্যাপল টিভি সংস্করণে সমর্থন বন্ধ করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
গেইমিং ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় গেইমগুলোর একটি মাইনক্রাফট। প্রায় সব গেইমিং কনসোল, ফোন, কম্পিউটারের জন্য রয়েছে গেইমটি।
হঠাৎ করেই অ্যাপল টিভির জন্য ডেভেলপারদের সিরি রিমোট ব্যবহারে বাধ্য করে অ্যাপল। এরপর থেকেই এটিকে গেইম প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করতে দ্বিধায় পড়ে মাইক্রোসফট। এবার এর থেকে সমর্থন তুলেই নিলো প্রতিষ্ঠানটি।
অ্যাপল টিভি গেইমিংয়ের থেকে পুরোপুরি সরে আসেনি অ্যাপল। আগের বছর আইফোন উন্মোচন অনুষ্ঠানেও অ্যাপল টিভি ৪কে’র জন্য কয়েকটি গেইম দেখিয়েছে প্রতিষ্ঠানটি।