ফেইসবুক নিউজ ফিডে ৩ডি ছবি আনলো
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
নিউজ ফিডে ৩ডি ছবি ও ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) কনটেন্ট চালু করেছে ফেইসবুক।
নতুন এই ফিচারের মাধ্যমে ৩ডি ছবি বানাতে একের বেশি স্তর নিয়ে পরীক্ষা ও সঠিক স্তর বাছাই করতে পারবেন গ্রাহক। স্তরগুলোর মাধ্যমে ছবির রঙ ও গঠন ঠিক করা যাবে– খবর আইএএনএস-এর।
বৃহস্পতিবার ‘ফেইসবুক ৩৬০’ দলের পক্ষ থেকে এক ব্লগ পোস্টে বলা হয়, “আজ থেকে সবাই নিউজ ফিডে ৩ডি ছবি ও ভিআর দেখতে পাবেন, গ্রাহক ৩ডি ছবি ও তৈরি ও শেয়ার করতে পারবেন।”
৩ডি ছবির প্রযুক্তিতে ছবির বিষয়বস্তু ও পেছনের দৃশ্যের মধ্যে দূরত্ব ধারণ করা হয়। ফলে ছবি দেখতে আরও বাস্তব মনে হয়।
“শুধু ডুয়াল লেন্স ক্যামেরার স্মার্টফোন দিয়ে ‘পোর্ট্রেইট’ মোডে ছবি তুলুন, তারপর এটি ফেইসবুকে শেয়ার করুন।”
৩ডি এই ছবিগুলো ভার্চুয়াল রিয়ালিটিতেও দেখতে পারবেন গ্রাহক। অকুলাস গো ব্রাউজার বা ফায়ারফক্স-এ অকুলাস রিফট-এর মাধ্যমে দেখা যাবে ভিআর।
ব্লগ পোস্টে আরও বলা হয়, “আমরা এই নতুন ফরম্যাট নিয়ে প্রতিক্রিয়া শুনছি এবং আমরা এটি সবার জন্য উন্মুক্ত করতে থাকবো।”
চলতি বছরের মে মাসে ফেইসবুকের ‘এফ৮’ ডেভেলপার সম্মেলনে প্রথম এই ফিচারটির ঘোষণা দেওয়া হয়েছিল।