যশোরে কিশোরীর শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড
ডিটেকটিভ নিউজ ডেস্ক
যশোরের শার্শা উপজেলায় কিশোরীর শ্লীলতাহানি করায় এক যুবককে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদ এ দণ্ড দেন। দণ্ডিত আবদুর রহমানের (৩৫) বাড়ি যশোরের নাভারন রেল লাইনপাড়ায়। আবদুল ওয়াদুদ বলেন, সকালে আবদুর মেয়েটির শ্লীলতাহানি করলে স্থানীয়রা তাকে ধরে শার্শা থানায় নিয়ে যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। পরে তাকে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।