টাকিলা আনছে টেসলা
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
টেসলা-ব্র্যান্ডেড পানীয় টাকিলা বাজারে আনতে যাচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। নতুন এই পানীয়র নাম বলা হচ্ছে ‘টেসলাকিলা’। শুক্রবার টুইট বার্তায় টেসলকিলা’র বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক। চলতি বছরের এপ্রিল ফুল’স ডে-তে এই ব্র্যান্ডের একটি পানীয় নিয়ে কৌতুক করে একটি পোস্ট দিয়েছিলেন মাস্ক। ওই পোস্টে মাস্ক বলেন, দেউলিয়া হওয়ার পথে টেসলা। আর পানীয়র বোতল দেখিয়ে বলা হয় ‘শীঘ্রই আসছে’। এবার বাস্তবেই টেসলাকিলা আনতে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানটি। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, ‘টেসলাকিলা’ ট্রেডমার্ক করতে মার্কিন পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে আবেদন করেছে টেসলা। এই প্রতিবেদনের জবাবেই পানীয় আনার বিষয়টি টুইট বার্তায় নিশ্চিত করেছেন মাস্কÑ খবর প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের। টেসলাকিলা আনার ইঙ্গিত দেওয়া হলেও ঠিক কবে নাগাদ এটি বাজারে আসতে পারে তা নিশ্চিত করে বলা হয়নি।