July 27, 2024, 8:30 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

মামলায় ঘন ঘন শুনানির তারিখ দিয়ে খালেদা জিয়াকে আটকে রাখার চেষ্টা: ফখরুল

মামলায় ঘন ঘন শুনানির তারিখ দিয়ে খালেদা জিয়াকে আটকে রাখার চেষ্টা: ফখরুল

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 

 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, সরকার ক্ষমতার অপব্যবহার করায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলায় ঘন ঘন শুনানির তারিখ পড়ছে এর মাধ্যমে সরকার খালেদা জিয়াকে আটকে রাখার চেষ্টা করছে গতকাল শনিবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, সাধারণভাবে দেখা যায়, বিভিন্ন মামলায় এক মাসদুই মাসতিন মাস পরে তারিখ পড়ে দেশনেত্রীর মামলায় প্রতি সপ্তাহে তারা তারিখ দিচ্ছে এসব তারিখ দিয়ে তারা আজকে তাকে আটকে রাখতে চায়, ক্ষমতার অপব্যবহার করে যেটা দেশনেত্রী নিজেই আদালতে বলেছেন, তিনি আশঙ্কা করছেন নির্বাচন থেকে দূরে রাখার জন্যই এই কাজগুলো সরকার করছে এই প্রেক্ষাপটে সবাইকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল কে কোন দল করি, না করি সেটা নয় আজকে দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তি এই আওয়ামী লীগ শক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের নির্বাচন হোক, আন্দোলন হোকআমাদের জয়যুক্ত হতে হবে, ওদের পরাজিত করতে হবে, বলেন তিনি বিএনপি নেতা আফসার আহমদ সিদ্দিকীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে এই আলোচনা সভা হয় খালেদা জিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়াআসার পথে তার গাড়িবহরে হামলায় স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত এবং বিএনপির ১৪ নেতাকর্মী আহত, তিন ঘণ্টা নিখোঁজ একজনকেমুমূর্ষু অবস্থায়পুলিশের উদ্ধার এবং তিনজনকে গাড়ি থেকেতুলে নেওয়া হয়বলে জানান বিএনপি মহাসচিব ওই ঘটনায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে মামলার দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, এসব ঘটনার পর ক্ষমতাসীনরা অবলীলায় বলছে, এটা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে হয়েছে জাঁতি দেখেছে, সাংবাদিকরা দেখেছে, সবাই দেখেছে তারা (ক্ষমতাসীন) এই কাজটা করেছে এখনও তারা মিথ্যাচার করে যাচ্ছেন গ্রেফতার করেছে, মামলা করেছে আমাদের দলের ৩২ জন নেতাকর্মীর বিরুদ্ধে সরকার যদি নিজেই জাতির সঙ্গে মিথ্যা কথা বলে, জাতির সঙ্গে প্রতারণা করে, সরকার যদি নিজেই একটা অসত্যকে সত্য প্রমাণিত করতে চায় তাহলে তো কখনও সেই সরকারের ওপর বিশ্বাস রাখা যায় না, আস্থা রাখা যায় না সংগঠনের আহ্বায়ক প্রয়াত নেতার সহধর্মিনী বেগম জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে এবং এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সহসম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য রাখেন

Share Button

     এ জাতীয় আরো খবর