বিজয় দিবসে মিলি
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
বিজয় দিবসের একটি নাটকে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলি। সম্প্রতি নাটকটির কাজ শেষ করেছন বলে জানান মিলি। অঞ্জন আইচ পরিচালিত ‘নিহত নক্ষত্র’ শিরোনামের এই নাটকে মিলিকে রাবেয়া চরিত্রে দেখা যাবে। তিনি গ্রামের একজন স্কুলশিক্ষকের স্ত্রী। মিলি ছাড়াও ওই নাটকে আরো অভিনয় করেছেন মাজনুন মিজান ও আশিষ খন্দকার। নির্মাতা জানান একজন মুক্তিযোদ্ধার লাশের গল্প নিয়ে এই নাটকের প্রেক্ষাপট।
মুক্তিযোদ্ধার কোনো সার্টিফিকেট নেই। তার লাশকে কেন্দ্র করে একটি গ্রামে সমস্যা সৃষ্টি হয়। এভাবেই গল্পটি এগিয়ে যায়। আসছে বিজয় দিবসে যেকোনো বেসরকারি একটি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়। এদিকে অঞ্জন আইচ বিজয় দিবসের জন্য ‘ক্ষোভ শিরোনামের আরো একটি নাটক নির্মাণ করেছেন। এটি বিজয় দিবসে এটিএন বাংলায় প্রচার হবে বলে জানান তিনি।