June 12, 2025, 6:07 pm

সংবাদ শিরোনাম
ভাঙ্গায় হাঁস কিনতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার ঝিকরগাছার বায়সা চাঁদপুর ৪দিন গত হলেও মেলেনি সোহানা হত্যার রহস্য ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫ যশোরের শার্শায় যুবক খুন, ৬ দিনের ব্যবধানে ৩ হত্যাকান্ড নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ংকর ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক ইতালিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন মাদারীপুরের রেমিট্যান্স যোদ্ধা শাজাহান বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেনাপোলে আটক ঝিকরগাছার বায়সায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রী ১১ বছরের সোহানার মরদেহ উদ্ধার বেনাপোলে বিএনপি নেতা হত্যার ঘটনায় ২ আসামি আটক

মেসির বন্দনায় বার্সা কোচ

মেসির বন্দনায় বার্সা কোচ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সেভিয়ার বিপক্ষে নামলেই বার্সেলোনার হয়ে ৬০০ ম্যাচ খেলার মাইলফলকে পৌঁছবেন লিওনেল মেসি। এর আগে দলের তারকা এই ফরোয়ার্ডের প্রশংসা করতে গিয়ে বিশেষণ ফুরিয়ে যাওয়ার কথা বলেছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।

২০০৪ সালের অক্টোবরে বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। বাংলাদেশ সময় শনিবার রাত পৌনে ২টায় লা লিগার ম্যাচে কাম্প নউতে সেভিয়ার বিপক্ষে ৬০০তম ম্যাচ খেলবেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড।

২০০৫ সালের মে মাসে বার্সেলোনার হয়ে আলবাসেতের বিপক্ষে প্রথম গোল করেন মেসি। এ মুহূর্তে ৫২৩ গোল নিয়ে দলের সর্বোচ্চ গোলদাতাও তিনি। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের একচোখ হয়তো বার্সেলোনার জার্সিতে সর্বোচ্চ ৭৬৭ ম্যাচ খেলা চাভির রেকর্ডে।

আগের ৫৯৯টি ম্যাচে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের গড়া কীর্তিগুলোতে মুগ্ধ ভালভেরদে।

“এটা অসাধারণ। এ কাজ একই ক্লাবের হয়ে করা এবং যে গোল সে করেছে, যত গোলে সে সাহায্য করেছে এবং যে মেধা সে দেখিয়েছে, তা দুদার্ন্ত-তার প্রশংসা করার জন্য বিশেষণ ফুরিয়ে গেছে।”

“এতে বোঝা যাচ্ছে, এই ক্লাবে সে কতটা গুরুত্বপূর্ণ। আমি জানি না, তার মতো এমনটা আর কেউ হবে কিনা।”

মাইলফলকে পা রাখার ম্যাচে সবচেয়ে প্রিয় প্রতিপক্ষকেই পাচ্ছেন মেসি। এ পর্যন্ত সেভিয়ার বিপক্ষে খেলা ২০ ম্যাচে করেছেন ২৯ গোল।

Share Button

     এ জাতীয় আরো খবর