মেসির বন্দনায় বার্সা কোচ
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
সেভিয়ার বিপক্ষে নামলেই বার্সেলোনার হয়ে ৬০০ ম্যাচ খেলার মাইলফলকে পৌঁছবেন লিওনেল মেসি। এর আগে দলের তারকা এই ফরোয়ার্ডের প্রশংসা করতে গিয়ে বিশেষণ ফুরিয়ে যাওয়ার কথা বলেছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।
২০০৪ সালের অক্টোবরে বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। বাংলাদেশ সময় শনিবার রাত পৌনে ২টায় লা লিগার ম্যাচে কাম্প নউতে সেভিয়ার বিপক্ষে ৬০০তম ম্যাচ খেলবেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২০০৫ সালের মে মাসে বার্সেলোনার হয়ে আলবাসেতের বিপক্ষে প্রথম গোল করেন মেসি। এ মুহূর্তে ৫২৩ গোল নিয়ে দলের সর্বোচ্চ গোলদাতাও তিনি। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের একচোখ হয়তো বার্সেলোনার জার্সিতে সর্বোচ্চ ৭৬৭ ম্যাচ খেলা চাভির রেকর্ডে।
আগের ৫৯৯টি ম্যাচে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের গড়া কীর্তিগুলোতে মুগ্ধ ভালভেরদে।
“এটা অসাধারণ। এ কাজ একই ক্লাবের হয়ে করা এবং যে গোল সে করেছে, যত গোলে সে সাহায্য করেছে এবং যে মেধা সে দেখিয়েছে, তা দুদার্ন্ত-তার প্রশংসা করার জন্য বিশেষণ ফুরিয়ে গেছে।”
“এতে বোঝা যাচ্ছে, এই ক্লাবে সে কতটা গুরুত্বপূর্ণ। আমি জানি না, তার মতো এমনটা আর কেউ হবে কিনা।”
মাইলফলকে পা রাখার ম্যাচে সবচেয়ে প্রিয় প্রতিপক্ষকেই পাচ্ছেন মেসি। এ পর্যন্ত সেভিয়ার বিপক্ষে খেলা ২০ ম্যাচে করেছেন ২৯ গোল।