October 12, 2024, 11:22 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০

‘একটার সঙ্গে আরেকটা মিলাতে চাই না’: তাহসান

‘একটার সঙ্গে আরেকটা মিলাতে চাই না’: তাহসান

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

জনপ্রিয় সংগীত ও অভিনয় তারকা তাহসান রহমান খান। সংগীতাঙ্গনে এরইমধ্যে টানা বেশ কিছু শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। গানের বাইরে অভিনেতা হিসেবেও দারুণভাবে সফল তাহসান। গত কয়েক বছরে অভিনয়ে নিজের একটি আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। ঈদ কিংবা বিভিন্ন উৎসবে তার অভিনীত নাটকগুলো থাকে দর্শকপ্রিয়তায়। বর্তমানে গান ও অভিনয় চালিয়ে যাচ্ছেন সমানতালে। এরইমধ্যে তিনি নাম লিখিয়েছেন বড় পর্দায়ও। কাজ করছেন নতুন গানেরও।

কেমন আছেন এখন? দিনকাল কাটছে কেমন? তাহসান বলেন, খুব ভালো আছি। সুন্দর সময় কাটছে। তবে ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে সময়টা। গান, নাটক ও সিনেমায় অভিনয়সহ বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। আপনি কয়েকটি ক্ষেত্রে কাজ করেন। এত কিছুর ব্যস্ততা সামলে নেন কিভাবে? তাহসান খুব আত্মবিশ্বাসের সুরে বলেন, এত কিছু করাটা বেশ কঠিনই আসলে। সে কারণেই দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়। আমি সবকিছু ব্যালেন্স করার চেষ্টা করি। তবে অতিরিক্ত কাজ হাতে নিই না। যে কাজটা নেই তাতেই কেবল মনোযোগ দিই। যেমন গানের সময় গান, অভিনয়ের সময় অভিনয় অথবা অন্য কাজের সময় সেটাতেই শতভাগ মনোযোগ দেয়ার চেষ্টা থাকে। একটার সঙ্গে আরেকটা মিলাতে চাই না। গানের কী খবর? নতুন গান কি করছেন? তাহসান বলেন, গানের কাজ চলছে। এরইমধ্যে প্লেব্যাক ও নাটকের গান করেছি কয়েকটি। তবে অ্যালবামের কাজ এখনো শুরু করিনি সেভাবে। কারণ, গত বছর একক অ্যালবাম প্রকাশ করেছি। ‘অভিমান আমার’ শিরোনামের সেই অ্যালবামের গানগুলোর সাড়া এখনও পাচ্ছি। আর আমি আমার মতো করে নতুন গানের কাজ করছি। এগুলো একটু সময় নিয়ে করছি। নিজের সুর ও সংগীতের কাজগুলো শেষ করি একটু সময় নিয়ে। কারণ শতভাগ মনের মতো না হওয়া পর্যন্ত সেগুলো প্রকাশ করতে চাই না। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করেছেন। সামনেই সেটা মুক্তি পাবে। আপনার প্রত্যাশা কেমন ছবিটি নিয়ে? তাহসান বলেন, এটি আমার প্রথম ছবি। এর আগে অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু সেগুলো মনের মতো হয়নি বলে ফিরিয়ে দিয়েছি। এবার আমার কাছে স্ক্রিপ্ট ভালো লেগেছে, আমার চরিত্র ভালো লেগেছে। সে কারণেই ছবিটি করা। এখানে আমার নায়িকা ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী। আসলে শুটিং করতে যখন গিয়েছি তখন আরও বেশি ভালো লেগেছে। কারণ, আয়োজনটা বেশ ভালো ও বড় ছিল। এরইমধ্যে ছবির একটি গান প্রকাশ হয়েছে। সাড়া কেমন মিলছে? তাহসান উত্তরে বলেন, ‘আমি পারবো না তোমার হতে’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে। গল্পের সঙ্গে মিল রেখেই গানটি করা হয়েছে। তাছাড়া ছবিটি কী রকম হতে পারে তার একটি ইঙ্গিতও কিন্তু দিয়েছে গানটি। আরটিভি মিউজিক চ্যানেলে এটি প্রকাশের পর এরইমধ্যে খুব ভালো সাড়া পাচ্ছি। সংগীতশিল্পী হিসেবে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন দেখছেন এখন? তাহসান বলেন, মোটামুটি ভালো। তবে আরও সময় দিতে হবে। কারণ ডিজিটালি গান প্রকাশ হচ্ছে খুব বেশি সময় হয়নি। আমি মনে করি ভালো কাজ হলে শ্রোতারা সেটা গ্রহণ করবেই। এটা আমার বিশ্বাস। নাটকের কি অবস্থা? অভিনয় করছেন? তাহসান বলেন, গেল ঈদে তেমন একটা করিনি। ‘বাড়ি ফেরা’ শিরোনামের একটি নাটক করেছি। একটি নাটকেই দারুণ সাড়া মিলেছে। এখানে আমার নায়িকা ছিল তানজিন তিশা। মাহমুদুর রহমান হিমি নাটকটি পরিচালনা করেছেন। ঈদে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনার শিকার নিয়ে এর গল্প আবর্তিত হয়েছে। এ নাটকটির জন্য অনেকেই প্রশংসা করেছেন। আর এখন হাতে স্ক্রিপ্ট রয়েছে কিছু। ব্যাটে-বলে মিলে গেলে করে ফেলবো হয়তো।

Share Button

     এ জাতীয় আরো খবর