October 12, 2024, 11:23 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০

টানা ২৫ দিন নুসরাত ফারিয়া

টানা ২৫ দিন নুসরাত ফারিয়া

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। দেশের সীমানা পেরিয়ে অভিনেত্রী হিসেবে কলকাতায়ও এরইমধ্যে নাম কামিয়েছেন তিনি। চলতি সপ্তাহে এ নায়িকা নতুন ছবির শুটিং শুরু করছেন। তার এবারের ছবির নাম ‘শাহেনশাহ’। এ ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। এই নির্মাতা বলেন, চলতি সপ্তাহে এ ছবির শুটিং শুরু হবে। আমরা আজ মিটিংয়ে বসব। কক্সবাজারে এ ছবির টানা ২৫ দিন শুটিং হবে।

আর এখানে শাকিব ভাই এবং নুসরাত ফারিয়াসহ অনেক শিল্পী অংশ নেবেন। এদিকে এ ছবির জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন ফারিয়া। তিনি বলেন, এ ছবির গল্পটি বেশ ভালো লেগেছে আমার। এ ছবিতে আমাকে দর্শকরা নতুন লুকে দেখতে পাবেন। বর্তমানে সেই প্রস্তুতি নিচ্ছি আমি। আশা করি, কাজটি দর্শকদের পছন্দ হবে। এর আগে নুসরাত ফারিয়া আরিফিন শুভর বিপরীতে ‘প্রেমী ও প্রেমী’ এবং ‘ধেততেরিকি’ নামে দু’টি ছবিতে অভিনয় করেন। ফারিয়া ‘আশিকী’, ‘হিরো ৪২০’, ‘বস টু’ এবং ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিগুলোতে কলকাতার তিন নায়ক জিৎ, ওম এবং অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছেন। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে তার অভিনীত এবং ভারতের অশোক পতি পরিচালিত সবশেষ ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে কলকাতার জনপ্রিয় নায়ক জিতের বিপরীতে দর্শকরা তাকে দেখেছেন। যৌথ প্রযোজনার ছবির বাইরে দেশীয় ছবিতেও ফারিয়া অভিনয় করেছেন। এদিকে নির্মতা শামীম আহমেদ রনীর সঙ্গে দ্বিতীয়বারের মতো কাজ হচ্ছে ফারিয়ার। এর আগে রনীর পরিচালনায় তিনি ‘ধেততেরিকি’ ছবিতে অভিনয় করেন। ছবিটি প্রযোজনা করে জাজ মাল্টিমিডিয়া। এ পর্যন্ত জাজের প্রযোজনার ছবিতে ফারিয়াকে দেখেছেন দর্শকরা। আর এবার জাজের বাইরে প্রথমবার কাজ করতে যাচ্ছেন এ অভিনেত্রী। তার নতুন ছবি ‘শাহেনশাহ’ প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

Share Button

     এ জাতীয় আরো খবর