January 17, 2025, 5:47 am

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

ক্ষমতার লোভে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের শক্তি এক হয়েছে: খাদ্যমন্ত্রী

ক্ষমতার লোভে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের শক্তি এক হয়েছে: খাদ্যমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ক্ষমতার লোভেই মুক্তিযুদ্ধের পক্ষের ও বিপক্ষের শক্তি এক হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। গতকাল মঙ্গলবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, ড. কামাল, বদরুদ্দোজা চৌধুরী, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্যে’র নামে ক্ষমতার উৎকৃষ্ট লোভের জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়েও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সঙ্গে যোগ দিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের দুটি শক্তি। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আর এই বিপক্ষের শক্তিই হল বিএনপি। আপনারা দেখেন রাজাকার, আলবদর, বামরাই বিএনপির নেতৃত্ব দিচ্ছে। তারা এ নেতৃত্বের মাধ্যমেই নির্বাচন বানচাল করতে চায়। দেশকে বিভীষিকাময় করতে চায়। যারা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের রাজনীতি মানুষ বুঝে গেছে। মানুষ এখন আর বোকা নয়। আপনাদের রাজনীতির ইতিহাস মানুষের জানা আছে। তাই যতই জাতীয় ঐক্যের ডাক দেন না কেন কোনো লাভ হবে না। জনগণ আপনাদের ডাকে সাড়া দেবে না। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপি যে শর্ত জুড়ে দিয়েছে তার জবাবে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির কোনও শর্ত পূরণ হবে না। আইন ছাড়া আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার সম্ভব নয়। বিএনপিকে উদ্ধৃত করে তিনি বলেন, ২০১৪ সালের মতো যদি আবার আগুন সন্ত্রাস করেন তাহলে এর ফলাফল হবে ভয়াবহ। তাদের স্থান হবে কারাগারে। তাই কোনো শর্ত দিয়ে লাভ নেই। নির্বাচনে আসেন। সরকার গঠন করতে না পারলেও বিরোধী দল হিসেবে সংসদে থাকতে পারবেন। বিএনপি বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে দাবি করে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। গণতন্ত্রকে রক্ষা করতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন আন্দোলন করেছেন ঠিক তেমনই শেখ হাসিনা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিরুদ্ধে এখনও আন্দোলন করছেন। আওয়ামী লীগের নেতা কর্মীদের তিনি বলেন, পাকিস্তানের এই প্রেতাত্মাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার লক্ষ্যে ষড়যন্ত্রকারীদের রাজনীতি থেকে বিদায় করতে হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিওরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট শাসসুল হক টুকু, সংসস সদস্য মো. ইউনুস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর