October 12, 2024, 7:19 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০

জয়নব বিবি অরুণা বিজয় দিবসে

জয়নব বিবি অরুণা বিজয় দিবসে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

নন্দিত অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস অভিনয়েই বেশি নিয়মিত। তবে কিছু ভালো কাজ সৃষ্টির তাগিদ থেকে মাঝে মাঝে মনের মতো কিছু গল্প নিয়ে তিনি নাটক-টেলিফিল্মও নির্মাণ করেন। ঠিক তেমনই একটি টেলিফিল্ম ‘জয়নব বিবি মরে নাই’। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে মান্নান হীরা রচিত এই টেলিফিল্মে নাম ভূমিকায় অভিনয় করেছেন অরুণা বিশ্বাস নিজেই। যেহেতু তিনি নিজেই নির্মাতা এবং কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাই অনেক চ্যালেঞ্জ নিয়ে কষ্ট করে তাকে টেলিফিল্মে অভিনয় করতে হয়েছে। গত ৭ ও ৮ই সেপ্টেম্বর ধামরাইয়ের বাড়িগাঁওতে মোহর মেম্বারের বাড়িসংলগ্ন এলাকায় টেলিফিল্মটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। মেকআপ আর্টিস্ট জনির সহযোগিতায় অরুণা বিশ্বাস নিজেকে জয়নব বিবি চরিত্রে এতটাই ফুটিয়ে তুলেছিলেন, শুটিং চলাকালীন তাকে সহজে কেউই চিনতে পারেননি। এই টেলিছবিতে প্রতিবাদী একটি চরিত্রে অভিনয়ে দেখা যাবে জ্যোতিকা জ্যোতিকে।

টেলিছবিটি নির্মাণ প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, আগেতো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে আমি অভিনয় করতাম। কিন্তু এখন গল্পের প্রয়োজনে গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করতে হয়। বিভিন্ন ধরনের গল্প নিয়ে আমি নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছি। মান্নান হীরা ভাইয়ের কাছ থেকে যখন এই টেলিফিল্মের স্ক্রিপ্ট পেলাম, এক নিমিষে পড়ে ফেললাম সেটি। জয়নব বিবির চরিত্রে আমি আমার নিজেকেই দাঁড় করলাম। সত্যি বলতে কি এই সময়ে এসে আমি নিজেকে এই ধরনের চরিত্রের জন্য পূর্ণ মনে করি। যে কারণে জয়নব বিবি চরিত্রটিতে অনেক আন্তরিকতা নিয়ে আমি অভিনয় করেছি। অরুণা বিশ্বাস জানান আগামি বিজয় দিবসে চ্যানেল আইতে ‘জয়নব বিবি মরে নাই’ প্রচার হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর