November 11, 2025, 4:45 pm

সংবাদ শিরোনাম
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা বেনাপোল সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার। সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে বালু হরিলুট

ঘুম থেকে উঠে সুন্দর চুল প্রতিদিন

ঘুম থেকে উঠে সুন্দর চুল প্রতিদিন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সকালে ঘুম থেকে উঠে যাতে চুল এলোমেলো না থাকে সেজন্য রয়েছে সহজ উপায়।

সাজসজ্জা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে সকালে সুন্দর চুল নিয়ে ঘুম থেকে ওঠার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

 

সিল্কের বালিশে ঘুমান: নিয়মিত তুলার বালিশে ঘুমানোর বদলে সিল্কের বালিশে ঘুমানো শুরু করুন। তুলার বালিশ চুলের কিউটিকেল খসখসে করে জটের সৃষ্টি করে। অন্যদিকে সিল্কের বালিশ চুলের ক্ষতি করে না এবং এর প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। সিল্ক ত্বকবান্ধব তন্তু। এটা ত্বকের বলিরেখা ও ভাঁজ দূর করতে সাহায্য করে।

 

প্রাণবন্তভাব ধরে রাখতে: ঘুম থেকে নির্জীব চুল নিয়ে ওঠা মানে চুল দেখতে কম লাগা। এরও রয়েছে সহজ সমাধান। ভেজা চুলে ঘনত্ব বাড়ানোর স্প্রে লাগিয়ে উঁচু করে ঝুঁটি বেঁধে নিন। চাইলে ঢিলা বেণিও করতে পারেন। আর তা ঠিক রাখতে প্রয়োজনে কয়েকটা ববিপিন ব্যবহার করতে পারেন।

 

আর যদি এসব কিছু করা সম্ভব না হয় তাহলে কেবল চুলের ভেতর দিয়ে হাত বুলিয়ে নিন বা ভালোভাবে আঁচড়ে নিন। এতে চুল অনেকটা প্রাণবন্ত ও জট মুক্ত লাগবে।

 

হেয়ার মাস্ক ব্যবহার করে ঘুমান: চুল মসৃণ রাখার জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে হেয়ার মাস্ক ব্যবহার করে নিন। সারা রাতে এর সকল পুষ্টি উপাদান মাথার ত্বক শুষে নেবে ও চুল মসৃণ হবে। চাইলে বাজার থেকে কেনা বা ঘরে তৈরি যে কোনো মাস্ক ব্যবহার করতে পারেন। তবে শোয়ার সময় অবশ্যই শাওয়ার ক্যাপ পরে নিতে হবে।

 

৪ টেবিল-চামচ কাঠ বাদামের দুধ, ডিমের সাদা অংশ ও ২ টেবিল-চামচ নারিকেল তেল মিশিয়ে মাস্ক তৈরি করতে পারেন। মাস্কটি চুলে লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে মৃদু শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে দুবার এই মাস্ক ব্যবহার করতে পারেন।

 

ভেজা চুলে ঘুমাবেন না: রাতে গোসল করে ভেজা চুলে ঘুমাতে যাওয়া চুলের ক্ষতির কারণ হতে পারে। এতে জট লাগে দ্রুত। সকালে চুলে জট ও আগা ফাটার কারণ হতে পারে রাতে ভেজা চুল নিয়ে ঘুমানো। তাছাড়া পরদিন সকালে চুল বাঁধা বেশ ঝামেলার হতে পারে। কারণ ভেজা চুলে ঘুমালে চুলে অদ্ভুত রকমের ভাঁজের সৃষ্টি হয় ও চুল অনেক বেশি লেপটে থাকে।

 

রাতে ড্রাই শ্যাম্পু ব্যবহার: সকালে বাইরে যাওয়ার আগে ড্রাই শ্যাম্পু ব্যবহার না করে রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন। এতে চুল পর্যাপ্ত সময় পাবে শুষে নিতে এবং সকালে বাড়তি শ্যাম্পু ঝেড়ে ফেলারও প্রয়োজন হবে না।

Share Button

     এ জাতীয় আরো খবর