October 12, 2024, 7:21 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০

আজীবন সম্মাননা পাচ্ছেন সুবীর নন্দী

আজীবন সম্মাননা পাচ্ছেন সুবীর নন্দী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চ্যানেল আই সংগীত পুরস্কারে এবার আজীবন সম্মাননা পাচ্ছেন খ্যাতিমান শিল্পী  সুবীর নন্দী। আগামি ২১শে সেপ্টেম্বর আজীবন সম্মাননাসহ ১৬টি বিভাগে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে। এবার এই আয়োজন হবে  ঢাকার বাইরে হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে। আয়োজন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর থেকে আধুনিক, ছায়াছবির গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত ও পল্লিগীতিতে ‘গোল্ডেন ভয়েস পুরস্কার’ অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই জমা পড়া গান থেকে বিচারকেরা প্রাথমিক মনোনয়নের কাজ শেষ করেছেন। এবার বিচারক প্যানেলে ছিলেন ফেরদৌসী রহমান, আজাদ রহমান, গাজী মাজহারুল আনোয়ার, ফরিদা পারভীন, শেখ সাদী খান, তপন মাহমুদ, মকসুদ জামিল মিন্টু, মানাম আহমেদ, আবদুর রহমান, মুশফিকুর রহমান গুলজার, আনিসুল ইসলাম, পান্না আজম ও গিয়াস উদ্দিন সেলিম। জানা গেছে, এতদিন ঢাকায় এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হলেও আয়োজনটিকে বৈচিত্র্যপূর্ণ ও আকর্ষণীয় করতে এবার ঢাকার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা থেকে শোবিজের দুই শতাধিক তারকা অতিথি দ্য প্যালেস রিসোর্টে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আয়োজকরা আশা করছেন।

অনুষ্ঠানে পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন একঝাঁক তারকাশিল্পী। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মহড়া। চ্যানেল আই সংগীত পুরস্কার আয়োজনটির পৃষ্ঠপোষকতায় রয়েছে সেভেন আপ। প্রসঙ্গত, চ্যানেল আই সংগীত পুরস্কার-এর এক যুগ পূর্তির উৎসব এটি। আর ১৩তম বর্ষে পদার্পণ।

Share Button

     এ জাতীয় আরো খবর