October 12, 2024, 3:19 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০

দুই বছর পর আবার বিপাশা

দুই বছর পর আবার বিপাশা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঢালিউডে আইটেম গানের পরিচিত মুখ বিপাশা কবির বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্রে কাজ করছেন। এমনকি বর্তমানে নায়িকা চরিত্রেও বেশকিছু ছবিতে কাজ করেছেন তিনি। সবশেষ ‘খাস জমিন’ ছবিতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছেন বিপাশা। সারোয়ার হোসেন পরিচালিত এ ছবিতে তার নায়ক ছিলেন সাইমন সাদিক। নতুন খবর হচ্ছে, দুই বছর পর আবারো একটি ছবির আইটেম গানে পারফর্ম করলেন বিপাশা কবির। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন এ ছবির নাম ‘ও মাই লাভ’।

অনেকদিন আইটেম গানে পারফর্ম করিনি। ছবির প্রযোজক হিমেল ভাইয়ের অনুরোধে কাজটি করলাম। সবশেষ বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবির বিশেষ একটি গানে আমি পারফর্ম করেছিলাম। এরপর দু’বছর পর আবারো দু’দিন আগে এফডিসিতে নতুন এ গানটির শুটিং করলাম। এফডিসির চার নম্বর ফ্লোরে এর শুটিং হয়েছে। কবির বকুলের লেখা ও সুরে ‘উড়ছে টাকা লাখো হাজার’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন লেমিস। গানের কোরিওগ্রাফি করেছেন হাবিব। আশা করি, দারুণ তালের এ গানটি দর্শকরা পছন্দ করবেন। ‘ও মাই লাভ’ ছবিটি পরিচালনা করেছেন আবুল কালাম আজাদ। এক্সেল ফিল্মের ব্যানারে এ ছবিতে কলকাতার নায়ক রিদ্বেশ ও কলকাতার অভিনেত্রী সাবর্ণীর পাশাপাশি বাংলাদেশের অমৃতা খান, অমিত হাসানসহ অনেকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

প্রসঙ্গত, বিপাশা কবির শখের বসে আইটেম গানে কাজ করলেও ভালো পারফরম্যান্সের কারণে দর্শক তাকে গ্রহণ করে। শাহিন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ ছবিতে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা পাবার পর মনতাজুর রহমান আকবরের ‘তবুও ভালোবাসি’, ‘শাহীন সুমনের ‘অন্যরকম ভালোবাসা’, রাজু চৌধুরীর ‘রোমিও ২০১৩’, জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’, বদিউল আলম খোকনের ‘নিষ্পাপ মুন্না’সহ প্রায় ৫০টি ছবিতে আইটেম গার্ল হিসেবে দর্শকের মন জয় করেছেন তিনি। বলিউডের মতো ঢালিউডে যে ছবির গানে আইটেমের ব্যবহার হতে দেখা গিয়েছে তার বেশিরভাগেই নেচেছেন বিপাশা কবির। তবে বর্তমানে মূল নায়িকার চরিত্রেই কাজ করতে চান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর