জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তিতে ৫ লাখ ৩১ হাজার আবেদন
ডিটেকটিভ নিউজ ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ে (২০১৭-১৮) শিক্ষাবর্ষে অনার্স ভর্তিতে ৫ লাখ ৩১ হাজার আবেদন জমা পড়েছে। গতকাল বুধবার আবেদনের শেষ দিন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের ৩১টি বিষয়ে ৩ লাখ ৯১ হাজার ০৫৫ আসনের বিপরীতে এ পর্যন্ত ৫ লাখ ৩১ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছে। আগামি ২৪ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়। এবং ১৫ অক্টোবর থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।